স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে বাড়ির পাশে খেলতে গিয়ে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু হয়েছে।রবিবার সকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের ষোলাবাড়ি গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে। নিহত শিশুদের পিতা মাতা বারবার মূর্ছা যাচ্ছেন। জেলা প্রশাসক তাদেরকে আর্থিক সহায়তার ঘোষনা দিয়েছেন। প্রত্যক্ষদর্শী গ্রামবাসী ও চেয়ারম্যান অফিস সূত্র জানায়, ষোলাবাড়ি গ্রামের নিধনের বাড়ির মোঃ কামাল মিয়ার শিশু পুত্র মোঃ এমরান মিয়া (০৫), কন্যা শিশু মোছাঃ সাবিনা বেগম (০৪) ও কামাল মিয়ার ভাগিনা জোর আলীর শিশু পুত্র আমান উল্লাহ (০৪)। তারা তিন শিশু সকাল ১০টার দিকে বাড়ির পাশের পানিযুক্ত খালি জমিতে খেলতে থাকে। গত শনিবার রাতে ও রবিবার (২৮/৮/১৬) ভোর বেলার বৃষ্টিতে জমির পানি অনেক বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির বিষয়টি শিশুরা বুঝতে পারেনি। জমি সংলগ্ন খালকে জমি মনে করে শিশুরা ওই খালে পড়ে গেলে আর উঠতে পারেনি। এক সময় তিন শিশুরই মৃত্যু ঘটে। বাড়ি না ফেরায় সকাল ১১টার পর মা বাবা শিশুদের খোঁজতে থাকেন। হঠাৎ ওই খালে তারা ভাসমান এক শিশুর লাশ দেখতে পান। এ লাশ উদ্ধারের পর লোকজন পানিতে নেমে অপর দু্ই শিশুর লাশ উদ্ধার করেন। মূহুর্তের মধ্যে তরতাজা ৩ শিশুর সলিল সমাধিতে শোক নেমে আসে গোটা গ্রামে। শিশু সন্তানদের অকাল মৃত্যু কোন ভাবেই মেনে নিতে পারছেন না পিতা মাতা ও স্বজনরা। চিৎকার করে বারবার মূর্ছা যাচ্ছন পিতা মাতা। সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যান মোঃ দীন ইসলাম বলেন, প্রশাসনের উচ্চ পর্যায়ে কথা বলে নিহত ৩ শিশুর লাশ দাফন করার অনুমতি দিয়েছি। জেলা প্রশাসক প্রত্যেক শিশুর পরিবারকে আপাতত ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়ার ঘোষনা দিয়েছেন।