স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিশ্চিত হওয়ার পর থেকে সব শঙ্কা দূর হয় টাইগারদের। বাংলাদেশের ক্রিকেটাঙ্গনের কালো মেঘ দূর হলেও টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল পড়েছেন ইনজুরিতে।
চোটটা পেয়েছেন তামিম শনিবার ফিল্ডিং অনুশীলনের সময়। ইনডোরে ব্যাটিং প্রাকটিসের এক পর্যায়ে তার হাতের আঙ্গুলে বল লাগে। এক্সরেতে ধরা পড়ে আঙুলে চিড়। এতে করে আগামী চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে তামিমকে। তবে শঙ্কা নেই ইংল্যান্ড সিরিজ নিয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
অক্টোবরের শুরুতেই ইংলিশ বধে নামতে হবে টাইগার ক্রিকেটারদের। তার আগে সেপ্টেম্বরের শেষের দিকে হতে পারে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
সামনের দিনগুলোর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি সামনে রেখে প্রস্তুতিও চলছে পুরোদমে। আন্তর্জাতিক সিরিজ যতই কাছাকাছি চলে আসছে অনুশীলনে মনযোগ ততটাই বাড়াচ্ছেন ক্রিকেটাররা।
টাইগারদের অনুশীলনকে আরও বেশি চাঙ্গা করতে আগামী ৩ ও ৬ সেপ্টেম্বর নিজেদের মধ্যে আরও দুটি অনুশীলন ম্যাচ খেলবে প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটাররা। তাতে থাকতে পারছেন না তামিম।