বিনোদন ডেস্ক : তাপসী পান্নু। দক্ষিণী অভিনেত্রী হিসেবে পরিচিত হলেও তিনি একাধারে তামিল, তেলেগু, মালায়লাম ও হিন্দি সিনেমায় অভিনয় করে যাচ্ছেন।শোবিজ অঙ্গনে তার ক্যারিয়ার মডেলিংয়ের মাধ্যমে শুরু। বড় পর্দায় পা রাখেন পরিচালক কে রাঘবেন্দু রাওয়ের হাত ধরে। ইতোমধ্যে অভিনয় আর শরীরী আবেদনে মুগ্ধ দর্শক।
২০১৫ সালে তার ‘বেবি’ সিনেমাটি বাণিজ্যিকভাবে সফলতা লাভ করে। এ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। নবাগতা হিসেবে তার সম্ভাবনা উচ্চারিত হতে থাকে ফিল্মপাড়ায়। তাপসী পান্নুকে নিয়ে সাজানো হয়েছে এই ফটো ফিচার।
শিখ পরিবারে তাপসী পান্নুর জন্ম। তিনি দিল্লিতে জন্মগ্রহণ করেন।
নয়া দিল্লির গুরু টেগ বাহাদুর ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন তাপসী।
গেট গর্জিয়াস ট্যালেন্ট অনুষ্ঠানে অডিশনে নির্বাচিত হওয়ার পর থেকে পেশাদার মডেল হিসেবে কাজ শুরু করেন তিনি।
মডেলিং জীবনে তাপসী বেশ কিছু বাণিজ্যিক বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ করেন।
২০০৮ সালে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় ‘প্যান্টালুন ফেমিনা মিস ফ্রেস ফেস’ এবং ‘সাফি ফেমিনা মিস বিউটিফুল স্কিন’ খেতাব লাভ করেন তাপসী।
২০১০ সালে ‘ঝুম্মান্ডি নাডাম’ শিরোনামের সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক ঘটে এ অভিনেত্রীর।
তাপসী ২০১১ সালে ‘আদুকালাম’ সিনেমার মাধ্যমে তামিল চলচ্চিত্রে পা রাখেন।
২০১৩ সালে ‘চাশমে বাদ্দুর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার।
বর্তমানে হিন্দি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী।