শ্রাবন্তীর দ্বিতীয় বিয়ে
---
বিনোদন ডেস্ক : টালিগঞ্জের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় শ্রাবন্তীর সঙ্গে মডেল কৃষাণ ভ্রজের সঙ্গে প্রেম করছেন এক বছর ধরে। সম্প্রতি সেই সম্পর্ক নিজেই প্রকাশ করার পরে জানিয়েছেন, মাসখানেকের মধ্যেই বাগদানের মাধ্যমে সেই সম্পর্কের আনুষ্ঠানিকতাও সেরে নেবেন তারা।
দুজনের পরিচয় এক বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য মুম্বাইয়ে গিয়ে। সেখানে খুব তাড়াতাড়ি জমে ওঠে তাদের পরিচয়। বাগদানের উপলক্ষে এরই মধ্যে রোহিত বালের নকশা করা আনারকলি কিনেছেন শ্রাবন্তী। কৃষাণ-এর কাছ থেকে একটি সোনার আংটিও উপহার পেয়েছেন তিনি।
শ্রাবন্তী জানিয়েছেন, সে আমার সবচেয়ে ভালো বন্ধু। আগে কখনও হয়নি এমন। প্রথমবারের মতো, ফেসবুকে ছবি দিতে আমি লজ্জা পাইনি। সেই সঙ্গে বাগদান সেরে ফেলার কথাও ভাবছেন তারা।
শ্রাবন্তীর ভাষায়, এর আগে আমি দুইবার সম্পর্কে জড়িয়েছি। এরমধ্যে একবার বিয়ে পর্যন্ত গড়ায়। আমাদের দুজনেরই আগের সম্পর্কগুলোয় দারুণ তিক্ত অভিজ্ঞতা। কৃষাণ আমার জীবনে এমন স্থিরতা এনে দিয়েছে, যা আগে কখনও পাইনি। আমাদের অভিভাবকেরা দারুণ খুশি, এখন তাই আমরা বাগদান সেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।
সঙ্গে আরও জানান, ছেলে ঝিনুকও কৃষাণের দারুণ ভক্ত। সুপারমডেল কৃষাণ শ্রাবন্তী সম্পর্কে বলেন, তার সরলতা আমাকে মুগ্ধ করে। তাকে দেখে মনেই হয় না সে একজন তারকা। সে যখন বাসায় থাকে, সে রাঁধে, ঝাড়ু দেয় এবং বাসার টুকিটাকি সব কাজ করে। এমন মেয়েকে আপনি ভালো না বেসে যাবেন কোথায়?
সরলতার পাশাপাশি, শ্রাবন্তীর যুদ্ধংদেহী মনোবল বড় গুণ। কৃষাণ আরও বলেন, আমি জানি সে অনেক কিছুর মধ্যে দিয়ে এসেছে। আমার লক্ষ্য হবে তার সব রুঢ় অতীতকে ভুলিয়ে দেওয়া।
শ্রাবন্তীর মতো জনপ্রিয় নায়িকার সঙ্গে সম্পর্কে জাড়িয়েছেন কৃষান। এ বিষয়ে তিনি আরও বলেন, তার যত ভক্ত, তত বেশি মজা। সে একজন অভিনেত্রী। সে যা পাচ্ছে, সেটাতো তার পাওনা, তাই না? তাই আমাদের সম্পর্কে কোনও নিরাপত্তাহীনতা নেই। এর আগে রাজীবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী। তাদের ছেলে ঝিনুক এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ছে।