বৃহস্পতিবার, ১৫ই জুন, ২০১৭ ইং ১লা আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

যে কারণে নিজামীর ফাঁসি কার্যকরে অপেক্ষা

AmaderBrahmanbaria.COM
মে ৯, ২০১৬

---

photo-1462728452নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করতে শুধুই রায়ের অনুলিপির অপেক্ষা। রায় পুনর্বিবেচনার (রিভিউ) রায়ের অনুলিপি প্রকাশ হওয়ার পর সব আইনি প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তাঁর সামনে রয়েছে শুধু প্রাণভিক্ষা। তবে নিজামী প্রাণ ভিক্ষার সুযোগ চাইবেন না বলে পরিবারের মাধ্যমে জানিয়ে দিয়েছেন।

গত ৫ মে রিভিউ খারিজ হয়ে যাওয়ার পর গত শুক্রবার (৬ মে) নিজামীর স্ত্রী, দুই ছেলে ও মেয়ে কারাগারে দেখা করতে গেলে নিজামী তাঁর এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এ বিষয়ে নিজামীর বড় ছেলে ব্যারিস্টার নাজিব মুমিন এনটিভি অনলাইনকে বলেন, “তিনি (নিজামী) রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন না। তিনি বলেছেন, ‘আমি স্পষ্ট ভাষায় ঘোষণা করছি, প্রাণের মালিক আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া আর কারো কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। আমি দেশবাসীকে আমার সালাম জানাচ্ছি ও দোয়া চাচ্ছি, যাতে আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের ওপর দৃঢ় ও অবিচল থাকতে পারি। আমি আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টির জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমার মাঝে কোনো দুর্বলতা নেই। আমি কোনো অন্যায় করিনি। সম্পূর্ণ অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এ সরকার আমাকে হত্যার ষড়যন্ত্র করছে। আল্লাহ যদি আমাকে শহীদী মৃত্যু দেন, তাহলে সেটা হবে আমার চরম সৌভাগ্য’।”

রিভিউ রায় কবে প্রকাশ হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার এনটিভি অনলাইনকে বলেন, ‘রিভিউ খারিজের রায় সম্পন্নের কাজ প্রায় শেষ পর্যায়ে। দুই একদিনের মধ্যে প্রকাশ হতে পারে।’

রায় প্রকাশ হওয়ার পর পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এনটিভি অনলাইনকে বলেন, ‘রিভউ রায় প্রকাশ হওয়ার পর সেটি ট্রাইব্যুনালে পৌঁছানো হবে। এরপর ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ কারাগারে পাঠাবেন। কারা কর্তৃপক্ষ নিজামীকে রায়ের অনুলিপি আনুষ্ঠানিকভাবে পড়ে শুনাবেন। এরপর তিনি প্রাণভিক্ষা চাইবেন কি না সে বিষয়ে জিজ্ঞেস করা হবে। যদি প্রাণ ভিক্ষা না চান তাহলে রায় কার্যকর করতে আর কোনো বাধা থাকবে না। তবে প্রাণ ভিক্ষা চাইলে এটি নিষ্পত্তির জন্য অপেক্ষায় থাকতে হবে।’

গত বৃহস্পতিবার আপিলের রায়ের বিরুদ্ধে করা পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন খারিজ করে নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অপর তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এর আগে গত মঙ্গলবার রিভিউ শুনানি শেষে ৫ মে রায়ের দিন ধার্য করা হয়। ওই দিন শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর আসামি পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে আপিলেও মৃত্যুদণ্ডাদেশ বহালের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে গত ২৯ মার্চ আবেদন করেন নিজামী। ৭০ পৃষ্ঠার মূল রিভিউ আবেদনের সঙ্গে ২২৯ পৃষ্ঠার নথিপত্রে তাঁর দণ্ড থেকে খালাস চেয়ে ৪৬টি (গ্রাউন্ড) যুক্তি তুলে ধরা হয়।

গত ১৫ মার্চ নিজামীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহাসহ আপিল বিভাগের চার বিচারপতির স্বাক্ষরের পর এ রায় প্রকাশ করা হয়।

গত ৬ জানুয়ারি বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী ও উসকানিদাতাসহ মানবতাবিরোধী তিনটি অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে নিজামীর করা আপিল আংশিক মঞ্জুর করে রায় ঘোষণা করা হয়।

বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে ২০১৪ সালের ২৯ অক্টোবর মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আনা আপিলের রায় গত ৬ জানুয়ারি ঘোষণা করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ জামায়াতের এই শীর্ষ নেতার বিষয়ে রায়ের সংক্ষিপ্ত অংশ প্রকাশ করেন। পরে ১৫ মার্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

  • আগামী ৬ জানুয়ারি নিজামীর আপিলের রায়আগামী ৬ জানুয়ারি নিজামীর আপিলের রায়
  • প্রাণভিক্ষার সিদ্ধান্ত জানার অপেক্ষায়প্রাণভিক্ষার সিদ্ধান্ত জানার অপেক্ষায়
  • শুরু হয়েছে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ(ভিডিও)শুরু হয়েছে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ(ভিডিও)
  • আফগানদের গুঁড়িয়ে সিরিজ বাংলাদেশেরআফগানদের গুঁড়িয়ে সিরিজ বাংলাদেশের
  • ২০০০ যাত্রী নিয়ে লঞ্চ আটকা মেঘনায়২০০০ যাত্রী নিয়ে লঞ্চ আটকা মেঘনায়
  • শাহজালাল বিমানবন্দরে আগুনশাহজালাল বিমানবন্দরে আগুন
  • ‘রিজার্ভ চুরি নিয়ে প্রতিবেদন প্রকাশ আপাতত নয়’‘রিজার্ভ চুরি নিয়ে প্রতিবেদন প্রকাশ আপাতত নয়’
  • গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫ : সবাইকে সতর্কবার্তাগ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫ : সবাইকে সতর্কবার্তা
  • মনোনয়নপত্র বাতিল কাদের সিদ্দিকীর, হরতাল প্রত্যাহার
  • শনিবার থেকে রেলের অগ্রিম টিকেটশনিবার থেকে রেলের অগ্রিম টিকেট
  • জামায়াত করতে পারবে না পৌর ও ইউপি নির্বাচনজামায়াত করতে পারবে না পৌর ও ইউপি নির্বাচন
  • ভোর হলেই ঈদ, প্রস্তুত সারাদেশভোর হলেই ঈদ, প্রস্তুত সারাদেশ