বুধবার, ১১ই এপ্রিল, ২০১৮ ইং ২৮শে চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

ভাষা বিড়ম্বনায় মুস্তাফিজ

mustafiz20160407053013স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন বাংলাদেশ দলের নতুন পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। তার বিপক্ষে ব্যাটিং করতে মাঠে নামার সময় বুক ধুরু ধুরু করে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের। তবে প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে সমস্যা পরেছেন কাটার মাস্টার। টাইগার এই বোলারের সমস্যা ক্রিকেট নয়, তার মূল সমস্যা ভাষা।

বাংলাদেশের দলের বাইরে একা প্রথম বারের মত বিদেশ সফর করছেন মুস্তাফিজ। বাংলা ছাড়া ইংরেজি কিংবা হিন্দী কোনটাই ঠিক মতো পারেন না তিনি। তাই মূল সমস্যা হয়ে দাড়াচ্ছে এখন যোগাযোগ ব্যবস্থা। হায়দারাবাদে একজনও বাঙালি নেই। মেন্টর ভিভিএস লক্ষণের সঙ্গে দেখা হয়েছে। কিন্তু খুব একটা কথা হয়নি। নিজেই মজা করে বললেন, ‘খুব বেশি কথা না হওয়ার কারণও ওই যোগাযোগের সমস্যা।’

তবে মুস্তাফিজের জন্য আশার খবর হলো, দলে রয়েছে অনেকগুলো পরিচিত মুখ। মুস্তাফিজকে প্রশংসায় ভাসানো আশিস নেহরার সঙ্গে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। কে জানে ফেরার সময়ে সত্যি সত্যি বন্ধু বানিয়েই ফিরতে পারেন মুস্তাফিজ!

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

শামির কাছে ১০ লাখ করে চান তাঁর স্ত্রী

বার্সাকে বিদায় করে সেমিতে রোমা

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

কলকাতা-চেন্নাইয়ের ম্যাচে জুতা নিক্ষেপ

পিস্তলে বাংলাদেশকে দ্বিতীয় রৌপ্য এনে দিলেন শাকিল

চেন্নাইয়ের দুর্দান্ত জয়