g আকর্ষণীয় ফিচারে মে’তে আসছে অ্যান্ড্রয়েড এন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৯শে জুলাই, ২০১৭ ইং ১৪ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

আকর্ষণীয় ফিচারে মে’তে আসছে অ্যান্ড্রয়েড এন

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২৯, ২০১৬

---

1456731818প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ আনতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল। অ্যান্ড্রয়েড এন নামের এই সংস্করণ চলতি বছরের মে মাসে আসবে বলে ধারণা করা হচ্ছে।

অ্যান্ড্রয়েডের একটি অপারেটিং সিস্টেমের স্ক্রিনশট ইন্টারনেটে প্রকাশ পেয়েছে। একেই মার্শম্যালোর উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে।

গুগলের প্রধান নির্বাহী (সিইও) সুন্দর পিচাই জানিয়েছেন, আগামী ১৮ মে ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে আই/ও সম্মেলন শুরু হবে। ২০ মে পর্যন্ত চলবে এই সম্মেলন। গুঞ্জনকারীদের দাবী, ওই সময়ই অ্যান্ড্রয়েড এন এর ঘোষণা দেয়া হতে পারে।

বেশ কিছু দিন ধরেই অ্যান্ড্রয়েড এন নিয়ে প্রযুক্তিবিশ্বে মাতামাতি চলছে। ফাঁস হয়েছে এই অপারেটিং সিস্টেমের বেশ কিছু তথ্য।

প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যমগুলোর মতে, মার্শম্যালোর মতো অ্যান্ড্রয়েড ৬.১ অপারেটিং সিস্টেমেও একাধিক নতুন ফিচার যোগ করবে গুগল। এতে স্প্লিট-স্ক্রিন মাল্টি টাস্কিং ও উন্নত অ্যাপ পারমিশন সেবা থাকবে। নতুন সংস্করণে একই পর্দায় চলমান বিভিন্ন প্রোগ্রাম দেখার সুবিধাও থাকবে।

এর আগে মার্শম্যালোতে উন্নত অ্যাপ পারমিশন ব্যবস্থা, অ্যান্ড্রয়েড পে, ফিঙ্গারপ্রিন্টের উন্নত ফিচার, ডিভাইসের সব ধরনের শব্দ বন্ধ করতে সাইলেন্ট ফিচার, ব্যাটারি লাইফের উন্নয়নে ডোজ ফিচার ইত্যাদি যোগ করে গুগল।

অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ মার্শম্যালো উন্মোচনের খুব বেশি দিন হয়নি। এই অবস্থায় অপারেটিং সিস্টেমটির পরবর্তী সংস্করণ আনা হলে মার্শম্যালোর ব্যবহার কমে যাবে। সেজন্য অ্যান্ড্রয়েড এন পেতে আর অন্তত দেড় মাসের অপেক্ষা করতে হবে।