g হবিগঞ্জে প্রাণ কোম্পানিতে কাজ করার সময় ৬ শ্রমিক দগ্ধ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৯শে জুলাই, ২০১৭ ইং ১৪ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

হবিগঞ্জে প্রাণ কোম্পানিতে কাজ করার সময় ৬ শ্রমিক দগ্ধ

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২৮, ২০১৬

---

 

 

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের অলিপুরে প্রাণ কোম্পানিতে কাজ করার সময় ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন- প্রাণ কোম্পানির শ্রমিক আব্দুল মোত্তালিব (২৫), রবিউল ইসলাম (২২), আলমগীর হোসেন (২৬), নাছিম মিয়া (২৭), সুমন মিয়া (২৮) ও শিপন মিয়া (৩০)।

 

habigonj1456654522

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. ইয়াছিনুল হক বলেন, অলিপুরে অবস্থিত প্রাণ কোম্পানির ভেতরে একটি রুমে কাজ করার সময় ছয় শ্রমিক দগ্ধ হয়েছে। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
কর্তব্যরত চিকিৎসক ডা. বজলুর রহমান জানান, শ্রমিকরা দগ্ধ হয়েছেন। প্রত্যেকের শরীরের কিছু অংশ পুড়ে যাওয়ায় তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর