g রাজশাহীতে পাসপোর্ট র‌্যাবের অভিযানে আটকের পর ৯ দালালকে ১৫ দিনের কারাদণ্ড | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৯শে জুলাই, ২০১৭ ইং ১৪ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

রাজশাহীতে পাসপোর্ট র‌্যাবের অভিযানে আটকের পর ৯ দালালকে ১৫ দিনের কারাদণ্ড

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২৮, ২০১৬

---

 

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযানে আটকের পর ৯ দালালকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার দুপুর ১২টায় আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শুকলা সরকার এ কারাদণ্ডাদেশ দেন।
র‌্যাব-৫, রাজশাহীর মিডিয়া উইংয়ের কর্মকর্তা এএসপি শ্যামল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

i3du275z1456651217

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ফজর আলী (২৯), দুলাল হোসেন (৩৩), আজিজুল ইসলাম (৩০), সাইদুল ইসলাম (৪২), মকসেদ আলী (৬২), পরশ (৩৫), শহিদুল ইসলাম (৩১), রাজু (২৫) এবং মাসুম বিল্লাহ (২৫)। আটককৃতরা নগরীর সপুরা, শালবাগান, ছোটবনগ্রাম ও হেতেমখাঁ এলাকার বাসিন্দা।

 
এএসপি শ্যামল চৌধুরী জানান, এ চক্রের সদস্যরা দীর্ঘদিন থেকে পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করছে। তারা মানুষকে পাসপোর্ট করে দেওয়ার নামে অর্থ আদায় করছিল। এ ধরনের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শুকলা সরকারের নেতৃত্বে অভিযান চালায় র‌্যাব। এসময় ৯ দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেন।