g ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ধরপাকর, হয়রানী, নির্যাতন ও মামলা হামলার প্রতিবাদে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ৪ঠা নভেম্বর, ২০১৭ ইং ২০শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ধরপাকর, হয়রানী, নির্যাতন ও মামলা হামলার প্রতিবাদে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২৮, ২০১৬

---

Brahmanbaria BNP Press conference Pic 28-022016ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে নির্বাচনী কর্মকান্ড পরিচালনায় বাধা, নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের নির্যাতন, মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।রবিবার সকালে জেলা বিএনপির সভাপতি ও পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লার শহরের মৌড়াইলস্থ বাস ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচি লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, নির্বাচনী মাঠ শূন্য করার জন্য গণহারে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। নির্বাচনী আচরন ভঙ্গ করে বই মেলার মঞ্চে নৌকার সমর্থনে সমাবেশ ও লগি বৈঠা নিয়ে হোন্ডা মিছিল প্রতিদিন শহরে বের করছে। প্রশাসন নির্বিকার। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোন মামলা না থাকা সত্বেও বিএনপি করার দোষে তাদেরকে গণহারে গ্রেফতার করছে পুলিশ। গত কয়েকদিনে জেলা বিএনপির নেতা মোঃ মাহিন, পৌর বিএনপি নেতা আজহারুল ইসলাম খোকন, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান রতন, সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুবদলনেতা মোঃ ইকবাল, জুয়েল, শাহেদ, জাহেদ, শাহনূর, রুকেল, শানু, শ্রমিকদলের নেতা আজিজ, ছাত্রদলনেতা রাশেদ, রাসেল, রাজীব, সোহেলকে গ্রেফতার করা হয়েছে। সরকার দলীয় প্রার্থী নির্বাচনী আচরন বিধি প্রতিনিয়ত লঙ্ঘন করে যাচ্ছে। তিনি জনসভা আকারে সভা এমনকি নৌকা প্রতীকের ব্যানার নিয়ে রাজপথে মিছিল করেছেন। গ্যাস ফিল্ডের মত রাষ্ট্রীয় স্পর্ষকাতর প্রতিষ্ঠানে বিদেশী কর্মরত লোকজনের উপরও সন্ত্রাসী কায়দায় ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতার নেতৃত্বে হামলায় অংশ গ্রহণকারীরা প্রায়ই সন্ত্রাসী কায়দায় হোন্ডা মিছিল করছে। কিন্তু প্রশাসন নির্বিকার। প্রথম দফায় দেশের ২৩৪ টি পৌরসভা নির্বাচনে যে ভাবে বিজয়ের নাটক আওয়ামীলীগ মঞ্চস্থ করেছে একই কায়দায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনেও এক দলীয় নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সুষ্ঠু স্বাভাবিক নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি মাধ্যমে নির্বাচনি পরিবেশ ও সমঅধিকার সুনিশ্চিত কারার দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, যুগ্ম সম্পাদক এডঃ আনিছুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সহ সভাপতি এডঃ গোলাম সারোয়ার খোকন, জেলা শ্রমিক দলের সভাপতি হেফজুল বারি, জেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোঃ আজিম, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এবিএম মোমিনুল হক, ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, জেলা মহিলা দলের সেক্রেটারী হুসপেয়ারা কবির প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর