ঢাকা-বরিশাল বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
---
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।
নিহতরা হলো স্থানীয় রাজমিস্ত্রি মো. শরীফের ছেলে হাসান (১৮) ও আকবর হাওলাদারের ছেলে ধামুরা মাধ্যমিক স্কুলের এসএসসি পরীক্ষার্থী মো. মোস্তফা (১৭)। উভয়ের গ্রাম উজিরপুরের উত্তরধামুরা।
আজ বিকেল ৪টায় উজিরপুরের দত্তেরসর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম পিপিএম জানান, আজ বিকেল ৪টার দিকে বরিশাল থেকে উজিরপুরের সাতলাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হয়।
আহতদের বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক তরিকুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন।উল্লেখ্য, নিহত মো. মোস্তফা উজিরপুরের ধামুরা কেন্দ্র এসএসসি পরীক্ষা দিয়ে হাসানের সঙ্গে মোটরসাইকেলযোগে সানুহার যাচ্ছিল। এ ছাড়া তার বাবা আকবার হাওলাদার তিন মাস আগে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হন।