ব্রাহ্মণবাড়িয়ায় ফেনসিডিলসহ ২ যুবক আটক
---
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মবাড়িয়ায় ৪৫ বোতল ফেনসিডিলসহ মো. মনির মিয়া (২৮) ও মোহাম্মদআলী (২৭) নামে দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।রোববার রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের সদস্যরা তাদেরকে আটক করে। আটক মনির পৌর শহরের বিরাসার পূর্বপাড়া মহল্লার মৃত মলাই মিয়ার ছেলে ও মোহাম্মদ আলী উত্তর শেরপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মনির ও মোহাম্মদ আলীকে আটক করা হয়। এ সময় মনিরের কাছ থেকে ৪০ বোতল ও মোহাম্মদ আলীর কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।