সোমবার, ২৬শে মার্চ, ২০১৮ ইং ১২ই চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

সুইডিশ ব্যাংকে নগদের প্রবেশ নিষেধ!

মিউজিয়ামের টিকিট থেকে গির্জার অনুদান অথবা ফেরিওয়ালার থেকে পসরা কেনা, এদেশে নগদ অচল। প্রযুক্তি-প্রেমী সুইডেনে ব্যাংকের কাউন্টারেও নগদের প্রবেশ নিষেধ।
৭০ দশকের বিশ্বখ্যাত পপ ব্যান্ড 'অ্যাবা', মিউজিক স্ট্রিমিং সার্ভিস 'স্পটিফাই' বা দুনিয়া কাঁপানো তুমুল জনপ্রিয় মোবাইল গেমস 'ক্যান্ডি ক্রাশ', নিত্য নতুন চমক দিতে ওস্তাদ ঘড়ি, আইসক্রিম আর চকোলেটের দেশ সুইডেনে নগদ কারবারের চল প্রায় নেই বললেই চলে। এদেশের কোথাও নগদের বিনিময়ে বাণিজ্যের রীতি নেই। মাল্টিপ্লেক্স থেকে চিড়িয়াখানা, ফাস্টফুড কিয়স্ক থেকে নির্জন গ্রামের কাফেটেরিয়া- নগদ এখন স্রেফ ইতিহাস। এখানে নিত্য পরিষেবা হোক বা বিনোদন, গত কয়েক বছরে সব ক্ষেত্রেই ডিজিটাল মুদ্রার প্রচলন হয়েছে। এদেশে অ্যাপের মাধ্যমে ক্রেডিট-ডেবিট কার্ড ব্যবহার করেই যাবতীয় কেনাকাটা করার রীতি।
স্টকহোমের অ্যাবা মিউজিয়ামের কর্তা, বিখ্যাত সুইডিশ পপ ব্যান্ডের প্রাক্তন সদস্য বিয়র্ন উলভেয়াস সোজাসুজি বলেই দেন, 'নগদ বিনিময় এখন অতীত। সময়ের থেকে আমরা পিছিয়ে পড়তে চাই না।'


সুইডেনের প্রযুক্তি আসক্তিতে অবশ্য খুশি নয় গ্রাহক প্রতিষ্ঠানগুলি। সমালোচকদের আশঙ্কা, বৈদ্যুতিন মাধ্যমে কেনাকাটা বেড়ে যাওয়ার ফলে একদিকে যেমন ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তেমনই হু হু করে বেড়ে যেতে পারে সাইবার অপরাধ। পরিসংখ্যান বলছে, ২০১৪ সালে মোট ১,৪০,০০০টি সাইবার প্রতারণার ঘটনা নথিভুক্ত হয়েছে। সুইডেনের আইনমন্ত্রকের হিসেব অনুযায়ী, এক দশকে প্রায় দ্বিগুণ বেড়েছে অপরাধের সংখ্যা। নিন্দুকদের মতে, সাইবার প্রতারণার শিকার হচ্ছে মূলত নবীন প্রজন্ম, যাঁরা মোবাইল অ্যাপস-এর মাধ্যমে ডেবিট-ক্রেডিট কার্ডের সাহায্যে পণ্য কিনতে বা ঋণ নিতে অভ্যস্ত। সুইডিশ পুলিশের প্রাক্তন প্রধান তথা ইন্টারপোলের প্রাক্তন প্রেসিডেন্ট বিয়র্ন এরিকসনের মতে, 'হতে পারে এই ব্যবস্থা জনপ্রিয় হয়েছে, কিন্তু কোনও সমাজের পক্ষে আগাগোড়া নগদহীন কেনাবেচায় অভ্যস্ত হয়ে পড়া ঝুঁকিপূর্ণ।'


অন্যদিকে, উলভেয়াসের মতো ডিজিটাল কারেন্সির সমর্থকদের বক্তব্য, নগদ ব্যবহারের চল কমার ফলে মানুষের ব্যক্তিগত নিরাপত্তা সুরক্ষিত হয়েছে। ছিনতাই, ডাকাতির মতো অপরাধ অনেকাংশে কমেছে। বর্তমানে গোটা সুইডেনের অর্থনীতির মাত্র ২ শতাংশে নগদের উপস্থিতি বহাল রয়েছে। তুলনায় আমেরিকায় তার হার ৭.৭ শতাংশ এবং ইউরোপের দেশগুলিতে এই হার ১০ শতাংশ। গত ১৫ বছরে সুইডেনে সরাসরি ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে নজিরবিহীন ভাবে কেনাকাটার পরিমাণ বেড়েছে। তবে ইদানীং তাকেও টেক্কা দিয়েছে অ্যাপস-এর মাধ্যমে সওদা খরিদের হুজুগ।


সুইডেনের বৃহত্তম ব্যাংকগুলির অর্দ্ধেকের বেশি শাখায় নগদ লেনদেন প্রায় উঠেই গেছে। এসইবি, সুইডব্যাঙ্ক বা নর্ডিয়া ব্যাঙ্কের অধিকাংশ শাখায় নগদ জমা অথবা তোলার প্রথা এখন ব্রাত্য। এখানেও ডিজিটাল লেনদেনের রমরমা। এমনকি গ্রামীণ এলাকা থেকেও সরিয়ে ফেলা হয়েছে এটিএম মেশিন ও কিয়স্ক। সুইডিশ ব্যাংক কনসর্টিয়ামের এহেন সিদ্ধান্তে ব্যাংক ডাকাতদের এখন হাঁড়ির হাল।

 

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

ইয়েমেনে ক্ষুধার্ত শিশুদের জন্য দরকার ৩৫০ মিলিয়ন ডলার

মাদ্রাসায় পড়ুয়া রেহানা ফাতেমা এখন….

আজমীর শরীফের দরগায় সোনিয়া-রাহুলের

কে এই রেদোয়ান লাখদিম

আগ্নেয়াস্ত্রের ওপর কঠোর নিয়ন্ত্রণের দাবিতে উত্তাল আমেরিকা

সৌদি যুবরাজ-ট্রাম্পের বৈঠকের ছবি নিয়ে কেন এত বিতর্ক?