g গাজীপুরে ছুরিকাঘাতে আইনজীবী হত্যা | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ১৩ই নভেম্বর, ২০১৭ ইং ২৯শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

গাজীপুরে ছুরিকাঘাতে আইনজীবী হত্যা

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ৮, ২০১৫

---

গাজীপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে একজন শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন। তার নাম এনামুল হক বিপ্লব। নিহতের ভাই আমিনুল ইসলাম টুটুল হাইকোর্টের আইনজীবী। কি কারণে কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। নিহতের স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় নগরের জয়দেবপুরের উত্তর ছায়াবীথি এলাকার বাসিন্দা এনামুল হক বিপ্লব মা-বাবার কবর জিয়ারত করে বাসায় ফেরার পথে প্রবেশের আগ মুহূর্তে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়া হয়। ওই হাসপাতালে যাওয়ার পথে অবস্থার অবনতি হলে নেয়া হয় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত সপ্তাহে এনামুল হক বিপ্লবের বাবা মারা যান। সে কারণেই গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর থেকে তার বোনরা এসেছিলেন তাদের বাসায়। বোনদের বাড়িতে পৌঁছে দিয়ে বাবার কবর জিয়ারত শেষেই সন্ধ্যায় তিনি বাসায় ফিরছিলেন। 

এ জাতীয় আরও খবর