g অস্ত্রোপচার করে গল ব্লাডার থেকে বের হল ১১১০টি পাথর | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ৩০শে জুলাই, ২০১৭ ইং ১৫ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

অস্ত্রোপচার করে গল ব্লাডার থেকে বের হল ১১১০টি পাথর

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ১০, ২০১৫

---

নজিরবিহীন বললে কি বেশি বলা হয়! অস্ত্রোপচার করে এক ছাত্রীর পিত্তথলি থেকে ১১১০টি পাথর বের করলেন পিজি (এসএসকেএম) হাসপাতালের ডাক্তাররা। কোমল বাজাজ। বয়স ২৩। মাসখানেক আগে নিউ আলিপুর কলেজের তৃতীয় বর্ষের বি কম-এর ওই ছাত্রীর তলপেটে প্রবল ব্যথা শুরু হয়। যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কোমলকে। পরীক্ষা-নিরীক্ষার পর গল ব্লাডারে স্টোন ও প্যানক্রিয়াটাইটিস ধরা পড়ে। এক সপ্তাহ চিকিৎসার পর পিজিতে স্থানান্তরিত করা হয় কোমলকে। ভর্তি করা হয় উডবার্ন ওয়ার্ডের ১১বি নম্বর কেবিনে ডা. মাখনলাল সাহার অধীনে সোমবার ল্যাপারোস্কোপিক কোলেভিসটেকটমি অস্ত্রোপচার হয়। ল্যাপারোস্কোপি পদ্ধতিতে গল ব্লাডার স্টোন অপারেশন খুবই সহজ হয়ে গেছে। কিন্তু, কোমলের ক্ষেত্রে সার্জেনরা সমস্যায় পড়েন। এক এক করে পিত্তথলি থেকে বেরিয়ে আসে ১১১০ টি পাথর। এত পাথর দেখে ডাক্তার ও রোগিণী সবাই চমকে যান। ছোট ফুটো দিয়ে এতগুলি পাথর সরাতে প্রাথমিকভাবে সমস্যায় পড়েন ডাক্তাররা। কিন্তু চিকিৎসক মাখনলাল সাহা ও তাঁর সহকারী চিকিৎসকরা মুন্সিয়ানার সঙ্গে অস্ত্রোপচারের কাজ শেষ করেন। বের করেন পাথর। কোমল এখন বিপন্মুক্ত। মাখনলাল সাহা জানান, "দু'মাস আগে এক নারীর গল ব্লাডার থেকে অপারেশন করে ৩৬০টি পাথর বের করেছিলাম। এবার সংখ্যাটা তিনগুণ হয়ে গেল। এত পাথর নজিরবিহীন।"  অস্ত্রোপচারের ক্ষেত্রে মাখনলালবাবুকে সাহায্য করেছেন ডা. সৌমেন দাস, ডা. প্রকাশ ভগত, ডা. চিরঞ্জীব ভট্টাচার্য। তাঁরাও পাথরের সংখ্যা দেখে চমকে গিয়েছেন। জানিয়েছেন, গল ব্লাডারে এত পাথর তাঁরা কখনও দেখেননি। শোনেনওনি। এই অভূতপূর্ব ঘটনার শরিক হতে পেরে তাঁরাও খুশি।

 

 

এ জাতীয় আরও খবর