g আশুগঞ্জের আড়াইসিধার ইসমাঈল সিরাজীর বাড়ির দু-পক্ষের মধ্যে সংঘর্ষে ২০জন আহত | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২১শে জুলাই, ২০১৭ ইং ৬ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

আশুগঞ্জের আড়াইসিধার ইসমাঈল সিরাজীর বাড়ির দু-পক্ষের মধ্যে সংঘর্ষে ২০জন আহত

AmaderBrahmanbaria.COM
জুলাই ১২, ২০১৫

---

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশুগঞ্জের আড়াইসিধার ইসমাঈল সিরাজীর বাড়ির দু-পক্ষের মধ্যে সংঘর্ষে ২০জন আহত হয়েছে। সংঘর্ষে আহতদের স্থানীয় হাসপাতালে ভতি করা হয়েছে।
জানা যায়, আজ শনিবার রাত ৮টার দিকে ইসমাঈল সিরাজীর বাড়ির ইউছুফ মিয়ার ছেলে কামরুল ও মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাবের ছেলে জুনায়েদ এর সাথে কথা কাটাকাটি হয় । এর জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। প্রায় দেড় ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ২০জন আহত হয়
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।