ঝিনাইদহে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় ৩ জন কারাগারে
---
ঝিনাইদহ: ঝিনাইদহে ৩য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ শাহরিয়ার এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস জানান, শুক্রবার (১২ জুন) সকাল ১০টার দিকে ওই স্কুলছাত্রী চাচার বাড়িতে টিভি দেখছিল। এ সময় তার চাচাতো ভাই দিদার ও দিদারের বন্ধু পল্টু ও শান্ত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। স্কুল ছাত্রী চিৎকার করলে দিদার ও পল্টু তার হাত-মুখ চেপে ধরে এবং শান্ত তাকে ধর্ষণ করে।
পরে, ছাত্রীর চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এলে ধর্ষক ও তার সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই ধর্ষিতার মা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করে।
এ মামলায় মঙ্গলবার দুপুরে ধর্ষক ও তার সহযোগীরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জুন ১৬, ২০১৫