ঝিনাইদহে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় ৩ জন কারাগারে
---
ঝিনাইদহ: ঝিনাইদহে ৩য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ শাহরিয়ার এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস জানান, শুক্রবার (১২ জুন) সকাল ১০টার দিকে ওই স্কুলছাত্রী চাচার বাড়িতে টিভি দেখছিল। এ সময় তার চাচাতো ভাই দিদার ও দিদারের বন্ধু পল্টু ও শান্ত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। স্কুল ছাত্রী চিৎকার করলে দিদার ও পল্টু তার হাত-মুখ চেপে ধরে এবং শান্ত তাকে ধর্ষণ করে।
পরে, ছাত্রীর চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এলে ধর্ষক ও তার সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই ধর্ষিতার মা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করে।
এ মামলায় মঙ্গলবার দুপুরে ধর্ষক ও তার সহযোগীরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জুন ১৬, ২০১৫
প্রতিশোধের ম্যাচে নেইমারকে নিয়ে সতর্ক কলম্বিয়া
৪০টি পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রাশিয়া
সাবেক তুর্কি প্রেসিডেন্ট সুলেমান ডেমিরেলের মৃত্যু
বাশার বাহিনীর রকেট হামলায় নারী-শিশুসহ নিহত ২৭
ভারতে নেসলে শ্রমিকের আত্মহত্যা