g নেপালের সাহায্যে গরুর মাংসের খাবার দিল পাকিস্তান! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ৩০শে জুলাই, ২০১৭ ইং ১৫ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

নেপালের সাহায্যে গরুর মাংসের খাবার দিল পাকিস্তান!

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ৩০, ২০১৫

---

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের ভয়ংকর ভূমিকম্প পরবর্তী সময়ে বিভিন্ন দেশ বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। পাকিস্তান বা পিছিয়ে থাকবে কেন! তারাও বাড়িয়ে দিয়েছে তাদের সাহায্যের হাত। বিশ্বের একমাত্র হিন্দু দেশ হিসেবে পরিচিত নেপালে খাদ্য সাহায্য হিসেবে তারা পাঠালো গরুর মাংস!
নেপাল, যেখানে গরুর মাংস সম্পূর্ণ নিষিদ্ধ। ধর্মীয় কারণে কেউ গরুর মাংস খায়না। সেখানে পাকিস্তান থেকে সাহায্য হিসাবে প্রেরিত এইডের মধ্যে রয়েছে পটেটো এন্ড বিফ মাসালা নামক এক ধরণের শুকনো খাবার। বৃহস্পতিবার  ভারতের ৩৪ সদস্য বিশিষ্ট মেডিকেল টিম বিমানবন্দরে এইড গ্রহণকালে প্রতিনিধি দলের ড. বিলন্দর সিং বলেন, গরুর মাংসের তৈরি খাবারের সঙ্গে সেখানে অন্যন্য খাবারও ছিল। কিন্তু গরুর মাংসের কারণে আমরা সেই খাবার ছুঁয়েও দেখি নাই। ড. সিং আরো বলেন পাকিস্তান নেপালের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে।
উল্লেখ্য, নেপালে গরু হত্যা করলে ১২ বছর পর্যন্ত জেল এর বিধান আছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী কে এই ব্যাপারে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে নেপাল। ব্রিটেনের ডেইলী মেইল পত্রিকা ড. সিং-এর বরাত দিয়ে এক বিশেষ প্রতিবেদনে এই ঘটনা জানায়।

এ জাতীয় আরও খবর