রবিবার, ১০ই জুন, ২০১৮ ইং ২৭শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

চলুন গোলাপী রংয়ের মসজিদ থেকে ঘুরে আসি

fanar_200554220254606730053c74.53042548_xlarge

আতাউর রহমান:  ইরানের অন্যান্য শহরের তুলনায় সিরাজ শহরটা একটু ব্যাতিক্রম বিশেষ করে এর স্হাপত্য এবং জীবনযাত্রার জন্য। আর এই সিরাজ শহরেই অবস্হিত "নাসির আল মুলক মসজিদ" বা গোলাপী মসজিদ।

 

 

 

 

আরও : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছে—ধারণা চিকিৎসকের

এই মসজিদটি Qājār ( তুর্কি বংশোদ্ভুত স্থানীয় ইরানী রাজকীয় পরিবার, যাদের শাসন কাল ছিল ১৭৮৫ থেকে ১৯২৫ পর্যন্ত)  যুগের সময় নির্মিত যা এখনও নাসির আল মুলক ফাউন্ডেশন দ্বারা পরিচালিত। মীর্জা হাসান আলী নাসির আল মুলকের আদেশে এই মসজিদের নির্মান কাজ শুরু হয় ১৮৭৬ সালে এবং এর কাজ সমাপ্ত হয় ১৮৮৮ সালে ।

 

 

 

মুহাম্মদ হাসান-ই-মিমার এবং মুহাম্মদ রেজা কাশী পাজ-ই-শিরাজী এই মসজিদটির নকশাকার। মসজিদের প্রবেশমূখ নির্মিত হয়েছে অজস্র রঙিন কাঁচ দ্বারা এবং এর অভ্যন্তর নকশার জন্য ব্যবহূত হয়েছে গোলাপী রংয়ের টাইলস।


 

Print Friendly, PDF & Email