g চাঁদে বসতি গড়বে রাশিয়া | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১০ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৬শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

চাঁদে বসতি গড়বে রাশিয়া

AmaderBrahmanbaria.COM
মে ১৪, ২০১৪

---

LunarSurfaceআর মাত্র ১৫ বা ১৬ বছর। এরপরেই চাঁদে বসতি গড়বে রাশিয়া। এমন পরিকল্পনা করছে তারা। এ জন্য এখন থেকে আগামী দু’বছর পরীক্ষা চালানোর জন্য চাঁদে রোবটসহ একটি মহাকাশযান পাঠাবে তারা। এ খবর দিয়েছে দ্যা মস্কো টাইমস। এতে বলা হয়, ২০১৬ সালের মধ্যে রোবটসহ একটি মহাকাশযান পরীক্ষামূলকভাবে চাঁদে পাঠানো হবে। এছাড়া, ২০২৮ সালের দিকে একটি মহাকাশযান পাঠানোর প্রস্তুতি নেয়া হবে চাঁদকে বসবাসযোগ্য করে তোলার জন্য। সবশেষে ২০৩০ সালে মানুষসহ একটি মহাকাশযান পাঠানো হবে। প্রথম পর্যায়ে মহাকাশযান পাঠাতে খরচ পড়বে ৮১ কোটি ৫৮ লাখ  ডলার। চাঁদে পানি আছে- এমন ধারণার প্রেক্ষিতে সেখানে বসবাস করার বিষয়টি অনেক আগে থেকেই পরিকল্পনা করা হচ্ছিল। তারই প্রেক্ষিতে রাশিয়া এবার চাঁদে স্থায়ীভাবে বসবাসের জন্য পরীক্ষামূলক কাজ করছে।

এ জাতীয় আরও খবর

  • শিগগিরই আসছে মাইক্রোসফটের স্মার্টওয়াচ
  • গুন্টার গ্রাস আর নেই
  • গল্প: ঘুষ
  • স্কাইপিতে যেকোনো ভাষায় অনুবাদস্কাইপিতে যেকোনো ভাষায় অনুবাদ
  • ফেসবুক প্রোফাইল ছবি চুরি ঠেকানোর উপায়ফেসবুক প্রোফাইল ছবি চুরি ঠেকানোর উপায়
  • ১০০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন১০০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন
  • আর্ট গ্যালারিআর্ট গ্যালারি
  • মোবাইল সিম ব্যবহারে নতুন নিয়মমোবাইল সিম ব্যবহারে নতুন নিয়ম
  • চিত্রকর রবীন্দ্রনাথ এবং তাঁর বর্ণান্ধতা প্রসঙ্গ
  • ট্রুকলারের লক্ষ্য এবার বাংলাদেশট্রুকলারের লক্ষ্য এবার বাংলাদেশ
  • বিনা খরচে ইন্টারনেট সেবা চালুবিনা খরচে ইন্টারনেট সেবা চালু
  • ৯ ডলারে কম্পিউটার!৯ ডলারে কম্পিউটার!