g নতুন কম্পিউটার কিনে যা করবেন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১৪ই নভেম্বর, ২০১৭ ইং ৩০শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

নতুন কম্পিউটার কিনে যা করবেন

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১২, ২০১৪

---

নতুন কম্পিউটার কিনেছেন? আপনাকে অভিনন্দন। নতুন কম্পিউটারের বাক্স খোলা ও কম্পিউটার সেট আপ করার জন্য নিশ্চয়ই রোমাঞ্চিত আপনি? নতুন পিসি সেটআপ করার সময় কিছু বিরক্তিকর কিন্তু গুরুত্বপূর্ণ কাজ থাকে। কম্পিউটার সেটআপ করার সময় ভবিষ্যতে কম্পিউটার সংক্রান্ত ঝামেলা এড়াতে কয়েকটি বিষয়ে গুরুত্ব দিতে পারে।

সিরিয়াল নম্বর সংরক্ষণ করুন

আপনার পিসির একটি সিরিয়াল নম্বর রয়েছে। গুরুত্বপূর্ণ কোনো মুহূর্তে এই সিরিয়াল নম্বর কাজে লাগতে পারে। বাক্স খোলার সময় সিরিয়াল নম্বরটির ছবি তুলে ক্লাউডে বা সহজেই খুঁজে পাবেন এমন স্থানে সংরক্ষণ করুন। বাক্সের গায়ে লেখা সিরিয়াল নম্বর আপনার কেনা পণ্যটির গায়ে লেখা সিরিয়াল নম্বরের সঙ্গে মিলিয়ে দেখুন। আপনার কেনা পিসিটি যদি উইন্ডোজ-চালিত হয় তবে উইন্ডোজ লাইসেন্স কী এর স্ন্যাপশট নিয়ে রাখতে পারেন। ভবিষ্যতে যদি উইন্ডোজ রিইনস্টল করার প্রয়োজন পড়ে এই লাইসেন্স কী দরকার পড়বে।

রিকভারি ডিস্ক বা ড্রাইভ তৈরি করুন

কম্পিউটার রিইনস্টল করার প্রয়োজন পড়লে রিকভারি ডিস্ক বা ড্রাইভের প্রয়োজন হতে পারে। অনেক পিসির সঙ্গে রিকভারি সিডি বা ড্রাইভ পাওয়া যায়। রিকভারি মিডিয়া না থাকলে নতুন কম্পিউটার চালুর সময় রিকভারি ডিস্ক তৈরি করা রাখা যেতে পারে।