ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু
            AmaderBrahmanbaria.COM
            
          
              জানুয়ারি ১৫, ২০১৪
            
          ---
 ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে শফিকুল ইসলাম ছোটন মিয়া (৫০) নামে এক রেল লাইন নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে।
 ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে শফিকুল ইসলাম ছোটন মিয়া (৫০) নামে এক রেল লাইন নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাতশালা রেল স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শফিকুল ইসলাম ছোটন মিয়ার বাড়ি একই এলাকার বাসুদেব গ্রামে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, সকালে শফিকুল রেল লাইনের ওপর দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তুর্ণা নিশীথা ট্রেনের নিচে তিনি কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই মৃত্যু তার হয়। ওসি জানান, ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে শফিকুল ইসলাম ট্রেনের অবস্থান টের পাননি বলে এ দুর্ঘটনা ঘটেছে।
 
        
