দিনে ১৫ ওভারের বেশি বল করতে পারবেন না মুস্তাফিজ
স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেট মানেই লম্বা সময় ধরে বল করে যাওয়ার ক্ষমত অর্জন করতে হবে। কিন্তু বাংলাদেশর পেসাররা প্রায় সবাই কোনো না কোনো ইনজুরিতে আক্রান্ত। লম্বা সময় দম ধরে রাখতে পারেন না। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় জাতীয় ক্রিকেট লিগের (এনিসিএল) প্রথম রাউন্ডে মাঠে নামতে পারেননি পেসার মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় রাউন্ডে তার মাঠে নামার কথা থাকলেও ফিজিওর নির্দেশে দিনে ১৫ ওভারের বেশি বল করতে পারবেন না এই তারকা পেসার।
এই মুহূর্তে বিসিবির ফিজিও জুলিয়ান ক্যালেফতের অধীনে মুস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। আজ মিরপুরে সাংবাদিকদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন, ‘অবশ্যই ওকে প্রমাণ দিতে হবে। প্রতিদিন ১৫ ওভার করে বল করতে হবে। ফিজিও আমাকে একটি গাইডলাইন দিয়েছে। ওর প্রথম ম্যাচ থেকে খেলার কথা ছিল। যেহেতু ওর গোঁড়ালিতে একটু সমস্যা আছে, এ কারণে সে পুরোপুরি চাপ নিতে পারছে না। পুরোপুরি লোড না নিতে পারলে দ্বিতীয় ম্যাচেও খেলতে পারবে না।’
আগামী মাসেই ভারতের মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে বাংলাদেশ। দুই ম্যাচের ওই সিরিজে খেলতে হলে মুস্তাফিজকে ফিট প্রমাণ করতে হবে- এমন বক্তব্যই দিয়েছেন নান্নু, ‘এটা পুরোপুরি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। মাঠে আমরা কাজ করি না। ফিটনেস ট্রেনার, বোলিং কোচ আছেন। ও কতটুকু বোলিং করতে পারবে, ব্যাক টু ব্যাক টেস্ট ম্যাচ খেলতে পারবে কিনা এসব আপডেট তারাই জানাবেন।’
তিনি আরও বলেন, ‘এখন সে রিকভার করেছে। দেখার বিষয় যে সে কত ওভার বল করতে পারে। একটা গাইডলাইন দিয়েছে যে ১৫ ওভারের বেশি বল করতে পারবে না দ্বিতীয় ম্যাচটিতে। সেই হিসেবে আমরা এটি দেখবো এবং ওর ফিটনেসের ব্যাপারে চিন্তা করব। প্রতি ইনিংসে পার ডে ১৫ ওভার পর্যন্ত করতে পারবে।’