ঢাকা সদরঘাটে তিন লঞ্চযাত্রীর কাছ থেকে আট লাখ ইয়াবা উদ্ধারের খবর দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব।র্যাব-১ এর স্কোয়াড কমান্ডার মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার ভোর ৬টার দিকে ওই তিনজনকে তারা গ্রেপ্তার করেন।এরা হলেন- মো. তুহিন (২৭), সবুজ (২২) ও শাহজাহান (৩০)। বরগুনা থেকে লঞ্চে করে ভোরে ঢাকায় পৌঁছান তারা।
র্যাব কর্মকর্তা কামরুজ্জামান বলেন, “তাদের ট্র্যাভেল ব্যাগে আট লাখ ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।”বিকাল কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান কামরুজ্জামান।
এর আগে চট্টগ্রামের সাগরে ট্রলার থেকে ২৭ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনা ঘটলেও রাজধানীতে এতবড় চালান আর কখনও ধরা পড়েনি।