দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষ, আগুনে দুই চালকের মৃত্যু
অনলাইন ডেস্ক: দিনাজপুরের কাহারোলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পরিবহন দুটিতে আগুন লেগে দুই চালক নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের রামপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত দুই চালকের পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, পঞ্চগড় থেকে ঢাকাগামী কেয়া এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পঞ্চগড়গামী একটি ১০ চাকার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পরিবহন দুটিতে আগুন লেগে ঘটনাস্থলেই দুই চালক নিহত হন। আহত হন কমপক্ষে ২৫ জন। আহতদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুরো বাসটি এবং ট্রাকের সামনে অংশ ভস্মীভূত হয়ে যায় জানিয়ে দিনাজপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আকতার হামিদ বলেন, ‘ফায়ার সার্ভিস টিম আগুন নিয়ন্ত্রনে আনার পর ট্রাক ও কোচের চালককে মৃত উদ্ধার করে।’