রবিবার, ২রা সেপ্টেম্বর, ২০১৮ ইং ১৮ই ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষ, আগুনে দুই চালকের মৃত্যু

অনলাইন ডেস্ক: দিনাজপুরের কাহারোলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পরিবহন দুটিতে আগুন লেগে দুই চালক নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের রামপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত দুই চালকের পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, পঞ্চগড় থেকে ঢাকাগামী কেয়া এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পঞ্চগড়গামী একটি ১০ চাকার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পরিবহন দুটিতে আগুন লেগে ঘটনাস্থলেই দুই চালক নিহত হন। আহত হন কমপক্ষে ২৫ জন। আহতদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুরো বাসটি এবং ট্রাকের সামনে অংশ ভস্মীভূত হয়ে যায় জানিয়ে দিনাজপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আকতার হামিদ বলেন, ‘ফায়ার সার্ভিস টিম আগুন নিয়ন্ত্রনে আনার পর ট্রাক ও কোচের চালককে মৃত উদ্ধার করে।’

এ জাতীয় আরও খবর

ইয়েমেনের স্কুলবাসে হামলা ভুলে হয়েছে: সৌদি জোট

ইভিএম, ব্যবহারের চেয়ে কিনতে বেশি আগ্রহী ইসি

রাজশাহীতে জন্মাষ্টমী উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ায়  শ্রমিককে গামছা পেচিয়ে হত্যা

ইভিএমের ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত : নৌমন্ত্রী

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু

রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় নারী নিহত

নির্বাচন নিয়ে সংবিধানের দোহাই দিয়ে গড়িমসি চলবে না : রিজভী

মহাদেবপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা