সিটি করপোরেশন নির্বাচন, সিলেটে নিজ কেন্দ্রে হেরেও এগিয়ে কামরান
সিলেট সিটি করপোরেশন নির্বাচন নিজের এলাকার কেন্দ্রে ১৩০ ভোটের ব্যবধানে হেরে গেছেন আওয়ামী লীগে মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। সোমবার সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।
ঘোষিত ফলাফল অনুযায়ী সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষের পক্ষে আরিফুল হক চৌধুরী ভোট পেয়েছেন ৭৭৬টি এবং নৌকার পক্ষে কামরান ভোট পেয়েছেন ৬৪৬টি। এছাড়া জামায়াতের প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের পেয়েছেন ২৬টি ভোট।
এদিকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৩৪ কেন্দ্রের মধ্যে সবশেষ ১৭টির ফল পাওয়া গেছে। এরমধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দীন আহম্মদ কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ১২,২৮৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
অন্যদিকে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯,২৩৫ ভোট।
প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের ৯টি সংরক্ষিত নারী ও ২৭টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৪ শত ৪৪ জন পুরুষ এবং ১ লাখ ৫০ হাজার ২ শত ৮৮ জন নারী ভোটার।
এবারের সিসিক নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ১৩৪টি। প্রিসাইডিং অফিসার ১৩৪ জন, সহকারী প্রিসাইডিং অফিসার ৯২৬ জন ও পোলিং অফিসার ১৮৫২ জন রয়েছেন।