বৃহস্পতিবার, ২রা আগস্ট, ২০১৮ ইং ১৮ই শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

বাঘের খাদ্য তালিকায় কী থাকে?

অনলাইন ডেস্ক : আজ বিশ্ব বাঘ দিবস। সারা পৃথিবীতে নানা আয়োজন রাখা হয় এই দিবসকে ঘিরে। কিন্তু বাঘ সম্পর্কে আমরা কতটুকু জানি? পৃথিবীতে কত প্রজাতির বাঘ রয়েছে? বিলুপ্ত প্রজাতির বাঘগুলো কেমন ছিল? বাঘ কি শুধু হরিণই খায়? এই হিংস্র প্রাণীটি সম্পর্কে জেনে নিন বিভিন্ন তথ্য।

বর্তমানে বিশ্বে কয়টি প্রজাতির বাঘ রয়েছে

রয়েল বেঙ্গল টাইগার
এই প্রজাতির বাঘ বাংলাদেশ ও ভারতের সুন্দরবনে দেখা যায়। এ ছাড়াও নেপাল, ভুটান, মিয়ানমার ও দক্ষিণ তিব্বতের কোনো কোনো অঞ্চলে এই বাঘের দেখা মেলে।

মালয় বাঘ
এই বাঘ মালয় উপদ্বীপ অঞ্চলে পাওয়া যায়। মালয় বাঘ মালয়েশিয়ার জাতীয় পশু।

সাইবেরিয়ান বাঘ
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে এই বাঘের দেখা যায়। তবে উসুরি এলাকায় দেখা যায় বলে এই বাঘের অন্য নাম উসুরি বাঘ।

ইন্দোচীন বাঘ
থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন ও কম্বোডিয়ায় এই বাঘের দেখা পাওয়া যায়। এ জাতের বাঘ রয়েল বেঙ্গল টাইগার থেকে ছোট হয় এবং এরা নিরামিষাশী প্রাণী।

সাদা বাঘ
প্রাণী জগতে সবচেয়ে সেরা শিকারি বাঘ বলা হয় সাদা বাঘকে। পশ্চিমবঙ্গ, বিহার ও আসামে দেখা যায় এই বাঘ।

সুমাত্রীয় বাঘ
এই বাঘ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে দেখা যায়। সবচেয়ে ছোট প্রজাতির বাঘ এটি।

দক্ষিণ চীনা বাঘ
চীনের ফুজিয়ান, গুয়াংডং, হুনান, জিয়াংসি প্রদেশে পাওয়া যায় এই প্রজাতির বাঘ।

বিলুপ্ত হয়ে যাওয়া বাঘ
তাসমানিয়ান বাঘ
তাসমানিয়ান বাঘ একটি পরিচিত মাংসাশী প্রাণী। বিংশ শতাব্দিতে অস্ট্রেলিয়া এবং নিউ গিনিতে এই বাঘ দেখা যেত। ধারণা করা হয় এটি ১৯৩৬ সাল থেকে বিলুপ্ত হয়েছিল।

কাসপিয়ান টাইগার
ইরান, ইরাক, আফগানিস্তান, তুরস্ক, মঙ্গোলিয়া, কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তানে, উজবেকিস্তানে এই বাঘের বাস ছিল। তবে ১৯৭০ সালের দিকে এটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। এই প্রজাতির বাঘটি ছিল বিশ্বে তৃতীয় বৃহত্তম বাঘ।

বালি বাঘ
বালি বাঘ ইন্দোনেশিয়ার বালি দ্বীপে দেখা যেত। ১৯৩৭ সালের পর আর দেখা যায়নি এই বাঘ।

জাভা বাঘ
ইন্দোনেশিয়ায় আরেকটি বাঘ ছিল জাভা বাঘ। বর্তমানে এটিকে বিলুপ্ত বাঘ ঘোষণা করা হয়েছে।

বাঘ কি শুধু হরিণই খায়?
বাঘের খাবার কি শুধুই হরিণ? নাকি অন্য পশুও তার পছন্দ? সাধারণত শিকার করা প্রাণীর মাংস, চর্বি পছন্দ করে বাঘ। তবে হরিণ ছাড়াও বন্য শুকর, ভালুক, বুনো গরু, অ্যান্টিলোপ (বিশেষ এক ধরনের হরিণ) ও দুর্বল বা বাচ্চা হাতিও খায় বাঘ। কিন্তু বড় শিকার পাওয়া না গেলে কাঁকড়া, ব্যাঙ, পাখি, মাছ থাকে তাদের খাদ্য তালিকায়।

এ জাতীয় আরও খবর

বলিউডের শীর্ষ ১০ ধনী অভিনেত্রী!

এগুলো কী হচ্ছে? প্রশ্ন সোহেল তাজেরও

মেয়ে প্লেনে চালকের আসনে, যাত্রীসেবায় মা

নতুন সড়ক পরিবহন আইনে যা আছে

২০ কেজি স্বর্ণ জড়িয়ে ঘুরেন ‘স্বর্ণবাবা’

অ্যাপলকে হারিয়ে দিল হুয়াওয়ে