ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার টি ঘর গ্রামে এ ঘটনাটি ঘটে। জানাযায়, সকালে টিঘরিয় গ্রামের বিল্লাল ভূইয়ার ছেলে তামিম (৭) ও মেয়ে নাজমীন (৫) বাড়ির পাশে খেলা করছিল। এ সময় সকলের অজান্তেই তারা পুকুরের পানিতে পরে যায়।
অনেক খুজাখুজির পর বাড়ির পার্শ্ববর্তী পুকুরে তাদের ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
একই সাথে ভাই-বোনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে পড়েছে।