জেরুজালেম আঞ্চলিক শান্তি-নিরাপত্তার চাবিকাঠি: জর্ডানের বাদশাহ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জর্ডানের রাজধানী আম্মানে বৈঠক করেছেন রাজা দ্বিতীয় আবদুল্লাহ। এ সময় তারা আঞ্চলিক শান্তি নিরাপত্তা নিয়ে কথা বলেন। নেতানিয়াহুর আকস্মিক জর্ডান সফরে এ দুই শীর্ষ নেতার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রা জানিয়ছে, বৈঠকে বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ জোর দিয়ে বলেন, জেরুজালেম আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার চাবিকাঠি। মুসলিম, খ্রিস্টান ও ইহুদি সব সম্প্রদায়ের জন্য জেরুজালেম গুরুত্বপূর্ণ এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে পবিত্র এই শহর নিয়ে দ্বন্দ্বের মীমাংসা করতে হবে। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় নানা ইস্যু নিয়েও কথা বলেন বাদশাহ আবদুল্লাহ। তিনি বলেছেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমেই কেবল মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব।
বৈঠকে নেতানিয়াহু জর্ডানের বাদশাহকে আশ্বস্ত করেছেন যে, জেরুজালেমে পবিত্র স্থাপনাগুলোর মর্যাদা অক্ষুণœ থাকবে। উল্লেখ্য, জেরুজালেম শহরের পবিত্র ও ধর্মীয় স্থাপনাগুলোর দেখাশুনার দায়িত্ব পালন করে থাকে জর্ডান। সূত্র: আল আরাবিয়া