অ্যাপল’কে অস্ট্রেলীয় আদালতের ৬.৭ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা
মার্কিন ইলেক্ট্রনিক্স মোগল প্রতিষ্ঠান অ্যাপল’কে ৬.৭ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে অস্ট্রেলিয়ার একটি আদালত। মঙ্গলবার অস্ট্রেলিয়ান কমপিটিটর এন্ড কনজ্যুমার কমিশন-এসিসিসি’র অভিযোগের ভিত্তিতে এ রায় দেওয়া হয়।
এসিসিসি’র অভিযোগ, অ্যাপল তাদের ২৭৫ অস্ট্রেলিয়ান কাস্টমারকে তৃতীয়পক্ষের কাউকে দিয়ে স্মার্টফোন বা ট্যাবলেটের ভেঙে যাওয়া স্ক্রিন সারিয়ে নেওয়ায় তার আর কোনও দায়িত্ব নেবে না বলে জানায়।
অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্ট জানায়, অ্যাপল তাদের কাস্টমারদের সেবা দিতে অসম্মতি জানিয়ে অস্ট্রেলীয় কনজ্যুমার আইন সম্পূর্ণ বরখেলাপ করছে।
এসিসিসি কমিশনার সারাহ কোর্ট এক বিবৃতিতে বলেন, একটি আইফোন বা আইপ্যাড অন্যকাউকে দিয়ে সারানোর অভিযোগ তুলে অ্যাপল কোনভাবেই তাদের কাস্টমারদের গ্যারান্টিসেবা থেকে বঞ্চিত করতে পারে না। আন্তর্জাতিক কোম্পানিগুলোকে অবশ্যই অস্ট্রেলিয়ার আইন মেনে চলতে হবে।
তবে, এর প্রেক্ষিতে অ্যাপল তাদের কর্মীদের উন্নত প্রশিক্ষণ, ওয়ারেন্টি ও কনজ্যুমার আইন সম্পর্কে নিজেদের ওয়েবসাইট আরো সমৃদ্ধ করার কথা নিশ্চিত করেছে বলে জানায় এসিসিসি। রয়টার্স