পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী স্বীকৃতি দেয়ায় প্রিন্স উইলিয়ামের নিন্দায় ইসরায়েল
পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী স্বীকৃতি দেয়ায় বৃটিশ রাজপুত্র উইলিয়ামের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। ইসরায়েল এক বিবৃতিতে তার অবস্থানকে ‘বাস্তবতা বিরোধী’ বলেও আখ্যা দিয়েছে। খবর: আল আরাবিয়া
আগামী ২৫ জুন তিন দিনের সফরে জর্ডান পৌঁছবেন প্রিন্স উইলিয়াম। সেখান থেকে ফিলিস্তিন ও ইসরায়েলও সফর করবেন।
ইসরায়েলের জেরুজালেম বিষয়কমন্ত্রী বিবৃতিতে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক প্রিন্স উইলিয়ামের সফরকে রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে। জেরুজালেম ৩ হাজার বছর যাবত ইসরায়েলের রাজধানী হয়ে আছে। আমার বিশ্বাস রাজপুত্র তার অবস্থানকে ফিরিয়ে নিবেন।
গত সপ্তাহে জেরুজালেম সফরের ঘোষণা দিয়েছিলেন প্রিন্স উইলিয়াম। এসময় তিনি পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী বলে স্বীকৃতি দেন।