বৈরী আবহাওয়ায় কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় লঞ্চ চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অনুকূলে না থাকায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌঘাটে সাময়িক সময়ের জন্য লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঈদে ঢাকাগামী মানুষের অতিরিক্ত চাপ থাকায় যেকোনো দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও : ইভা অনুপ্রেরণা, গান আমার আশ্রয় : মাহফুজুর রহমান
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ঝড়ো বাতাস শুরু হলে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। এদিকে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ঘাটে ঈদের ছুটি শেষে কর্মস্থলগামী যাত্রীদের ভিড় বাড়ছে বলে জানা গেছে।
কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, সকালে বাতাস শুরু হলে পদ্মা উত্তাল হয়ে উঠে। তাই লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ফেরি চলাচল করছে।
এ জাতীয় আরও খবর

ইভা অনুপ্রেরণা, গান আমার আশ্রয় : মাহফুজুর রহমান

উল্টাপাল্টা ফল হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপে : প্রধানমন্ত্রী

বৃষ্টিপাত বাড়বে আগামী দু’দিনে

স্পেন দ্বিতীয় রাউন্ডের পথে ইরানকে হারিয়ে

নেইমার খেলবেন কোস্টারিকার বিপক্ষে
