সালাহ রাশিয়ার বিপক্ষেও খেলছেন না!
স্পোর্টস ডেস্ক।। রাশিয়ার বিপক্ষে ম্যাচে আজ খেলার কথা তার। কোচ হেক্টর কুপারও সেরকমই ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু বিশ্বকাপে সালাহর খেলতে নামা আরও দীর্ঘায়িত হতে পারে। তিনি যে ফিট নন, বোঝা গেছে রোববার অনুশীলনে।
সালাহ ভালো করে হাত নাড়াতে পারছেন না। এদিন অনুশীলনের ‘বিব’ পরতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় তাকে। হাত গলাতে পারছিলেন না। শেষে সতীর্থদের সাহায্যে পরেন। বল নিয়ে হালকা অনুশীলন বাদে আর কিছু করতে দেখা যায়নি তাকে।
আরও : ইভা অনুপ্রেরণা, গান আমার আশ্রয় : মাহফুজুর রহমান
মিসরের কোচ বলেছিলেন, রাশিয়া ম্যাচে সালাহ খেলবেন।
কিন্তু এখনও মিসরের ডাক্তার অথবা ফিজিওর তরফে সেরকম কথা শোনা যায়নি। ফলে প্রশ্ন উঠেছে, দেশবাসীকে সান্ত্বনা দিতেই কি এমন কথা বলেন কুপার?
পাশাপাশি অভিযোগও উঠছে, দেশের জন্য সালাহকে জোর করে খেলানোর চেষ্টা চলছে না তো? বিব পরা দেখে এটা মনে হতেই পারে যে কাঁধের ওপরে যাতে অতিরিক্ত চাপ না পড়ে, তাই সালাহকে সতীর্থরা সাহায্য করছিলেন। আবার একইসঙ্গে এটাও মনে হতে পারে, সালাহ এখনও পুরো সুস্থ নন।