বৃহস্পতিবার, ২১শে জুন, ২০১৮ ইং ৭ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

মৃত মায়ের কফিনের নিচে চাপা পড়ে ছেলের মৃত্যু (ভিডিও)

ডেস্ক রিপোর্ট: ইন্দোনেশিয়ার দক্ষিণ সোলাওয়েসির উত্তর তারোজা এলাকায় এক শেষকৃত্যের অনুষ্ঠানে মায়ের কফিনের নিচে চাপা পড়ে ছেলের মৃত্যু হয়েছে।

১৫ জুন, শুক্রবার মায়ের শেষকৃত্যের সময় শববাহকদের হাত থেকে পিছলে কফিন পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান সামেন কুনদুরুয়া নামের এক ব্যক্তি।

ইন্দোনেশিয়ার শেষকৃত্য অনুষ্ঠানকে বলা হয় লাক্কেয়ান। সামেন কুনদুরুয়ার মায়ের মরদেহকে কফিনে করে একটি কাঠের ঘরে সংরক্ষণ করে রাখা হয়। ওই কাঠের ঘরে করে ১২ জন শববাহক মরদেহ নিয়ে যাচ্ছিলেন। শববাহকদের মধ্যে কুনদুরুয়াও ছিলেন। এ সময় তিনি কফিন তুলতে গিয়ে বাঁশ দিয়ে বানানো সিঁড়ি ভেঙে মাথায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নেওয়ার পথে কুনদুরুয়া মারা যান। কুনদুরুয়াকে তারা মা বার্থার পাশে সমাহিত করা হয়েছে।

আরও : ইভা অনুপ্রেরণা, গান আমার আশ্রয় : মাহফুজুর রহমান

স্থানীয় তানা তারোজা রিসোর্ট পুলিশের চিফ কমিশনার জুলিয়ান্তো সিরেইত জানান, মায়ের কফিন লাক্কিয়ানে ওঠানোর সময় বাঁশ দিয়ে বানানো মই ভেঙে পড়ে, এ সময় ওই নারীর ছেলে আঘাত পান।

এদিকে এই হৃদয়বিদারক ঘটনার দৃশ্যটি তখন ক্যামেরায় ধারণ করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। সূত্র: প্রিয়. কম

 

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

ইভা অনুপ্রেরণা, গান আমার আশ্রয় : মাহফুজুর রহমান

উল্টাপাল্টা ফল হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপে : প্রধানমন্ত্রী

বৃষ্টিপাত বাড়বে আগামী দু’দিনে

স্পেন দ্বিতীয় রাউন্ডের পথে ইরানকে হারিয়ে

নেইমার খেলবেন কোস্টারিকার বিপক্ষে

ট্রেন শিডিউলে বিপর্যয়, বিমানবন্দর স্টেশনে যাত্রীদের বিক্ষোভ