ঈদের ফাঁকা রাস্তায় বেপরোয়া যান, মামলা ও জরিমানা
নিজস্ব প্রতিবেদক: ঈদের আমেজ এখনো কাটেনি। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। আর এই ফাঁকা রাস্তায় কিছু চালক বেপরোয়াভাবে যানবাহন চালিয়ে ট্রাফিক আইন ভাঙছেন। কিন্তু তৎপর রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ।
আরও : উল্টাপাল্টা ফল হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপে : প্রধানমন্ত্রী
ডিএমপি নিউজে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ডিএমপি’র ট্রাফিক বিভাগ ব্যবস্থা গ্রহণ করেছে। অভিযানকালে ৩৯২টি মামলায় ও ২,৪৭,৪৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ। এ সময় ট্রাফিক অভিযানে ১টি গাড়ি ডাম্পিং ও ৭৪টি গাড়ি রেকার করা হয়।
রবিবার দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।