বিশ্বজুড়ে মুসলিমরা ঈদে যেসব পোশাক পরেন
নিউজ ডেস্ক।। শেষ হতে যাচ্ছে পবিত্র মাহে রমজানে। বিশ্বজুড়ে মুসলিমরা ঈদ-উল-ফিতর উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। মুসলিমদের জন্য ঈদ হচ্ছে আনন্দ আর সুখের সময়। অনেকে এদিনে তাদের সেরা পোশাকটা পরে বন্ধুদের সঙ্গে বা আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করে দিনটি উদযাপন করেন। ইসলামিক ইতিহাসে এটা বেশ পুরনো রীতি।
প্রত্যেক সংস্কৃতিরই নিজস্ব ধরণের ও ঐতিহ্যগত পোশাক রয়েছে। উদাহরণস্বরূপ, পাকিস্তানে পুরুষ ও নারী সবাই তাদের ঐতিহ্যগত সালোয়ার কামিজ পরে থাকেন।
ইন্দোনেশিয়ায় নারীরা পরেন ‘কেবায়া’ পোশাক ও ‘কেরুদুং’ হিজাব। আবার, পশ্চিমা দেশগুলোতে ঈদের দিন একই জায়গায় অনেক বৈচিত্র্য দেখা যায়।
আরও : উল্টাপাল্টা ফল হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপে : প্রধানমন্ত্রী
ফিলিস্তিনে নারীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত আছেন। পোশাকটিতে লাল সুতা দিয়ে করা জটিল সূচিকর্ম দেখা যায়। লাল সুতার কাজ করা সূচিকর্মের ওপর ছোট ছোট আয়না দিয়ে পোশাকটি সাজানো হয়েছে। স্থানীয়ভাবে এটি ‘থিউব’ নামে পরিচিত।
কসোভোতে সোনালী সুতার সূচিকর্মে সজ্জিত কালো ‘ওয়েস্টকোটের’ সঙ্গে ‘বো টাই’ পরে ঈদের নামাজে অংশ নিয়েছে মুসলিম শিশুরা।
উজ্জ্বল রঙের হিজাব ও লম্বা গাউন পরে একে অপরকে অভিবাদন জানান মালয়েশীয় নারীরা -পুরুষ। শিশু ও প্রাপ্তবয়স্ক, সকলেই তাদের ঐতিহ্যগত টুপি ও জোব্বা পরে আছেন। সাধারণত টুপি ও জোব্বার রঙ অভিন্ন হয়। (অল আমেরিকান মুসলিম অবলম্বনে)।