মেহেদি ব্যবহারের হুকুম কী?
নিউজ ডেস্ক।। পুরুষ ও নারীদের জন্য হাতে পায়ে মেহেদি ব্যবহার করার হুকুম কী, বিষয়টি অনেকেরই অজানা। ঈদের আগে অনেক নারী-পুরুষ মেহেদিতে হাত রাঙান। কিন্তু এটা কি জায়েজ?
আরও : উল্টাপাল্টা ফল হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপে : প্রধানমন্ত্রী
ফিকহবিদদের মতে, নারীদের জন্য মেহেদি ব্যবহার করা উত্তম। আর পুরুষের জন্য ব্যবহার করা জায়েজ নেই। তবে যদি কোন অসুস্থ্যতায় চিকিৎসার জন্য হয়ে থাকে, তাহলে পুরুষের জন্যও মেহেদি ব্যবহার করা জায়েজ আছে।
জনৈক মহিলা হযরত আয়শা রা. এর কাছে মেহেদি লাগানোর বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জবাবে বলেন, এতে কোন সমস্যা নেই। কিন্তু রাসূল সা. মেহেদির ঘ্রাণ অপছন্দ করতেন। (সুনানে আবু দাউদ, হাদিস নং-৪১৬৪)