বৃহস্পতিবার, ২১শে জুন, ২০১৮ ইং ৭ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

এক আঙুলে লিখলেন তিনটি পূর্ণাঙ্গ বই

আরও : ৭১ বিলিয়ন ডলারে ফক্স কিনছে ওয়াল্ট ডিজনি

সবচেয়ে অনুপ্রেরণীয় মানুষ হিসেবে অ্যাখায়িত এই ব্যাক্তির নাম ইরফান। তিনি একজন বাস্তব যোদ্ধাও। কীবোর্ড যুদ্ধের উপর তিনি আপনার ধারণা পাল্টে দিবে। ১৮ বছর বয়সে তাঁর শরীরের সমগ্র পেশী ব্যবস্থা অক্ষম হয়ে পড়ে। তখন থেকে তিনি নড়াচড়া করতে পারেন না। দীর্ঘ ১৯ বছর ধরে তিনি শ্রীলঙ্কায় তার বাসায় শয্যাশায়ী অবস্থায় আছেন। কিন্তু এটি কোনো দুঃখের গল্প নয় বরং অনুপ্রেরণার। কারণ মাত্র একটি আঙুলে বল থাকা সত্বেও তিনি ইংরেজি পড়তে ও লিখতে শিখেন। এরপর থেকে তিনি কেবল লিখছেন আর লিখছেন। যখন তিনি ল্যাপটপে লিখতে পারতেন না তখন তিনি আইফোন দিয়ে লিখতেন। তিনি মূলত ইংরেজিতে তিনটি পূর্ণাঙ্গ বই প্রকাশ করার জন্য লিখছিলেন। তার বইগুলো বের হবার পর হাজার হাজার বিক্রি হয়। এর মধ্যে একটি বই লেখার জন্য ইরফানের এক বছর সময় লেগেছিল। ডাক্তাররা বলেছিল তিনি ১৮ বছর বাচঁতে পারবেন। কিন্তু এখন তার বয়স ৩৭ বছর। কৃত্রিম শ্বাস-প্রশ্বাস চলাচলের মেশিনের মাধ্যমে তিনি বেঁচে আছেন। চলতি রমজান মাসে তিনি তার চতুর্থ বই বের করার পরিকল্পনা করছেন। ইরফান তার জীবন বাঁচাতে লড়াই করে চলেছেন, লড়াই করছেন তার চিন্তা-ভাবনা লেখার জন্য। তিনি লড়াই করছেন তার কণ্ঠস্বরকে কীবোর্ডের মাধ্যমে শক্তিশালী করার জন্য। একজন কীবোর্ড যোদ্ধা হিসেবে তিনি নতুন সংজ্ঞায়িত হওয়া উচিৎ।

Print Friendly, PDF & Email