মঙ্গলবার, ২৯শে মে, ২০১৮ ইং ১৫ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

ইফতারে শূকরের মাংস না দিতে নির্দেশ মার্কিন আদালতের

আন্তর্জাতিক ডেস্ক : ইফতারে মুসলিম কয়েদিদের শূকরের মাংসমুক্ত পর্যাপ্ত পুষ্টিগুণ সম্পন্ন খাবার দিতে আলাস্কার সংশোধন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।

গতকাল শুক্রবার লিখিত এই নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের জেলা জজ এইচ রাসেল হল্যান্ড।

নির্দেশনায় বলা হয়, রমজান মাসে মুসলিম কয়েদিদের প্রাত্যহিক কমপক্ষে ২,৬০০ ক্যালরি সম্পন্ন খাবার সরবরাহ করতে হবে। কিছুদিন কয়েদিরা পর্যাপ্ত ক্যালরি সম্পন্ন খাবার পেলেও অন্য দিনগুলোতে পাননি।

গত সপ্তাহে দুই বন্দির পক্ষে অ্যানকোরেজ কারেকশনাল কমপ্লেক্সের বিরুদ্ধে দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) লিগাল ডিফেন্স ফান্ডের করা মামলায় এই নির্দেশনা দেয়া হয়েছে।

আবেদনে বলা হয়, ফেডারেল হেলথ গাইড অনুযায়ী কয়েদিদের প্রাত্যহিক ২,৬০০-২,৮০০ ক্যালরি সম্পন্ন খাবার সরবরাহ করার কথা থাকলেও তাদেরকে ৫০০-১,১০০ ক্যালরির খাবার সরবরাহ করা হয়।

আরও : মালিতে জঙ্গি হামলায় নিহত ২০

আরও বলা হয়, অ্যানকোরেজের কয়েদিদের যে স্যান্ডউইচ খেতে দেয়া হয়, তাতে শূকরের মাংস ছিল বলে সন্দেহ করা হয়। যদিও মুসলিমরা নিজেদের ধর্মীয় বিশ্বাসের কারণে শূকরের মাংস খায় না।

নিষ্ঠুর ও অস্বাভাবিক শাস্তির ব্যাপারে সাংবিধানিক যে নিষেধাজ্ঞা রয়েছে তা লঙ্ঘন করা হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

তবে অ্যাটর্নি জেনারেল ম্যাথিয়াস সিকট বলেন, খাবারের বিষয়ে কয়েদিদের বঞ্চিত করা হয়নি। এমনকি তাদেরকে সরবরাহ করা খাবারে শূকরের মাংস ছিল না।

এর আগে এক বিবৃতিতে সিএআইআর জানায়, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে আমেরিকান মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুরা গোঁড়ামির শিকার হচ্ছে।

যুক্তরাষ্ট্রের অ্যানকোরেজের মুসলমানরা প্রায় ১৮ ঘণ্টা ধরে রোজা পালন করছেন। এসময় একজনের দৈনিক আড়াই হাজার ক্যালরির দরকার হয়, সেখানে মুসলিম কয়েদিদের যে খাবার দেয়া হয়, তা থেকে ১ হাজার ১০০ ক্যালরি পাওয়া যায়।

গত ১৬ মে থেকে যুক্তরাষ্ট্রে রমজান শুরু হয়েছে। শেষ হবে আগামী ১৫ জুন বা তার কাছাকাছি কোনো এক তারিখে।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

মালিতে জঙ্গি হামলায় নিহত ২০

৪৮ ভাগ আমেরিকান ইরান বিরোধী পদক্ষেপ সমর্থন করে না : ফক্স জরিপ

শেখ হাসিনার না-বলা কথা নিয়ে ভারত মিডিয়ার ভাবনা, নির্বাচনে তিস্তা!

ইতালির প্রেসিডেন্টকে অভিসংশনের ডাক

বাস্তবের ‘স্পাইডারম্যান’ পেলেন ফ্রান্সের নাগরিকত্ব

ফিলিস্তিনিদের রুখতে সমুদ্রেও ইসরায়েলের কাঁটাতার