মঙ্গলবার, ২৯শে মে, ২০১৮ ইং ১৫ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

বিজ্ঞাপন নিয়ে মিথিলার প্রতিবাদ!

সম্প্রতি নামি একটি বিউটি সেলুনের মডেল হয়েছেন রাফিয়াথ রশিদ মিথিলা। তার একটি স্থিরচিত্র স্যোশাল মিডিয়ায় প্রতিষ্ঠানটির প্রচারণায় ব্যবহার করা হয়। আর এই নিয়ে সমালোচনা করেছেন অনেকে। পরে অবশ্যই মিথিলার প্রতিবাদে সরিয়ে ফেলা হয় বিজ্ঞাপনটি।

ওই বিজ্ঞাপনে স্লোগান হিসেবে ব্যবহার করা হয়— ‘A women’s greatest asset is her BEAUTY’. অর্থাৎ, সৌন্দর্য নারীর সবচেয়ে বড় সম্পদ।

আরও : মালিতে জঙ্গি হামলায় নিহত ২০

এর সমালোচনায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট অনেককেই শেয়ার করতে দেখা যায়। যেখানে বলা হচ্ছে, “মিথিলা বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, অভিনেত্রী এবং মডেল। তিনি গান শিখেছেন হিন্দোল সংগীত একাডেমিতে, নাচ শিখেছেন বেণুকা ললিতকলা একাডেমিতে, আর অভিনয় শিখেছেন লোক নাট্যদলের চিলড্রেনস থিয়েটারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স করেছেন। তিনি সম্প্রতি দ্বিতীয় মাস্টার্স করেছেন ‘আরলি চাইলডহুড ডেভলপমেন্ট’ বিষয়ে। সেখানে তিনি সাফল্যের সাথে স্বর্ণ পদক পেয়েছেন সর্বোচ্চ নম্বর পেয়ে। বর্তমানে কর্মরত আছেন ব্র্যাকে। আমার দেখা দুর্দান্ত রকমের মেধাবী, সৃজনশীল ও ব্যক্তিত্বসম্পন্ন নারী তিনি।”

আরো বলা হয়, ‘তার সমস্ত কর্মগুণ বাদ দিয়ে, সৃজনশীলতা বাদ দিয়ে দুই কেজি ফাউন্ডেশন আর হাজার রকম শ্যাডো দেওয়া ছবির সাথে উপরোক্ত ট্যাগ লাইন দেওয়াকে আমি ব্যক্তিগতভাবে ধিক্কার জানাই।’

দিন দুয়েক আগে ওই বিজ্ঞাপন নিয়ে স্যোশাল মিডিয়ায় মুখ খুললেন মিথিলা। তিনি জানান, ওই বিজ্ঞাপন সম্পর্কে জ্ঞাত ছিলেন না। লৈঙ্গিক সাম্যতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি কাজ করছেন। তিনি কোনোভাবে এমন স্লোগানের সঙ্গে একমত হতে পারেন না। এ নিয়ে বিউটি সেলুন পারসোনার সঙ্গে যোগাযোগ করেছেন। এরপর বিজ্ঞাপনটি সরিয়ে ফেলা হয় ও ক্ষমা চাওয়া হয়। সূত্র:  পরিবর্তন

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ নিয়ে কন্ঠ শিল্পী আঁখি আলমগীর

শুটিং শেষে টাকা না দিয়ে নির্মাতা উধাও, মধ্যরাতে বিপদে শ্যামল-প্রসূন

দেশের চিকিৎসায় ভরসা রাখলেন বুলবুল

হুমা কুরেশি সম্পর্কে যে তথ্যটা আপনার অজানা

অ্যাকশন-রোমান্সের ধামাকা নিয়ে হাজির শাকিব-বুবলী (ভিডিও)

আনুশকাকে যে কারণে বিয়ে করতে পারছেন না প্রভাস