বিশ্ব একাদশে প্রতিনিধিত্ব করা বড় ব্যাপার: তামিম
স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম লেখানো প্রথম ও একমাত্র বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল। এ বাঁহাতি ওপেনার আবারও নামছেন বিখ্যাত সেই ময়দানে। ব্যাট হাতে ২১ বছর বয়সে করা সেঞ্চুরির স্মৃতি ও মাঠের রোমাঞ্চ ছাপিয়ে তামিমের কাছে গুরুত্ব পাচ্ছে বিশ্ব একাদশে জায়গা পাওয়ার গৌরব।
‘এরকম একটা খেলায় প্রতিনিধিত্ব করা অনেক বড় ব্যাপার। আশা করবো শুধু নিজেকে রিপ্রেজেন্ট করাই নয়, ভাল খেলারও। যদি ভাল খেলি খুব ভাল লাগবে,’ বলছিলেন তামিম।
লর্ডসের সুখস্মৃতি নিয়ে এক প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘স্মৃতি যদি ভাল নাও থাকতো তাও ভাল লাগত। কারণ ওখানে বেশি খেলা হয় না। বিশ্ব একাদশে প্রতিনিধিত্ব করা বড় ব্যাপার, এ কারণে বেশি এক্সাইটেড।’
আগামী ৩১ মে লর্ডসে টি-টুয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ বিশ্ব একাদশ। দলটির ওপেনার লর্ডসের পথে রওনা হয়ে যাচ্ছেন শনিবার রাতেই।
গত বছর ক্যারিবিয়ানে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত স্টেডিয়ামগুলোর সংস্কারের জন্য বিশেষ এই টি-টুয়েন্টি ম্যাচের আয়োজন করছে আইসিসি। তামিম বললেন খেলার উদ্দেশ্য বাস্তবায়ন করাই লক্ষ্য। চ্যানেলআই অনলাইন
আরও : মালিতে জঙ্গি হামলায় নিহত ২০
‘যে কারণে খেলতে যাচ্ছি, যে কারণে ওরা এটা (ম্যাচ) করছে সেটা সফল হোক। এই ম্যাচের মাধ্যমে যথেষ্ট পরিমাণ তহবিল যেন সংগ্রহ করতে পারি।’
জাতীয় দলের ক্যাম্পে থাকা তামিম শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ-পরিস্থিতির আদলে ব্যাটিং অনুশীলনে নামার আগে কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গে। হাঁটুর চোট কাটিয়ে ফেরা এ ড্যাশিং ওপেনার নিশ্চিত করলেন ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই।
‘প্রায় দুই মাস রিহ্যাবে ছিলাম। আজ প্রথম প্র্যাকটিস ম্যাচ খেলবো। আশা করি যে ইনজুরিটা ছিল ভালভাবে রিকভারি করছে। যতটুকু প্রয়োজন ছিল তারচেয়ে বেশিই কাজ করেছি। ফিটনেস ওয়াইজ ভাল অবস্থায় আছি। কাজের প্রত্যেকটা বক্স পূরণ করেছি। আগের চেয়ে অনেক ভাল অবস্থায় আছি। শেষ ৬ মাস হিসেব করলে এখন ভাল সেপে আছি।’
ফিটনেসে তামিম যে উন্নতি করেছেন তা চোখের সামনেই দৃশ্যমান। ওজন কমিয়ে শরীর হালকা করেছেন। দারুণ ফিটনেসের প্রভাব ব্যাটিংয়েও। অনুশীলনে বোলারদের নাকের পানি চোখের পানি এক করে ছেড়েছেন। এখন অপেক্ষা লর্ডসে নামার।
বিশ্ব একাদশকে নেতৃত্ব দেবেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। পাকিস্তানের শহিদ আফ্রিদি, শোয়েব মালিক, শ্রীলঙ্কার থিসারা পেরেরা ও আফগানিস্তানের রশিদ খানের মতো ক্রিকেটাররা হবেন তামিমের সতীর্থ। থাকার কথা ছিল সাকিব আল হাসানেরও। কিন্তু আইপিএলে টানা খেলার মধ্যে থাকায় নিজের নাম প্রত্যাহার করে নেন বিশ্বসেরা অলরাউন্ডার।