১২ লাখ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব অর্থনীতি সমিতির
আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের জন্য ১২ লাখ ১৬ হাজার ৪০০ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। যা আলোচ্য অর্থবছরের জন্য অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট চেয়ে আড়াইগুণ এবং ২০১৭-১৮ অর্থবছরের তুলনায় তিনগুণেরও বেশি। অর্থনীতি সমিতির মতে, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে প্রস্তাবিত বাজেট যুক্তিসঙ্গত এবং যৌক্তিক।
আরও : মালিতে জঙ্গি হামলায় নিহত ২০
২৬ মে, শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত ‘মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাবনা ২০১৮-১৯’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই বাজেট পেশ করা হয়।