মঙ্গলবার, ২৯শে মে, ২০১৮ ইং ১৫ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে আবারও শতাধিক ফিলিস্তিনি আহত

গাজা সীমান্তে ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলি ও কাঁদানে গ্যাসে শুক্রবার শতাধিক নিরস্ত্র ফিলিস্তিনি বিক্ষোভকারী আহত হয়েছেন। ৩০ মার্চ থেকে শুরু হওয়া মার্চ অব রিটার্ন বা নিজেদের বসতবাড়িতে ফেরার অধিকার দাবিতে বিক্ষোভ শুরু করেন ফিলিস্তিনিরা। শুক্রবারও কয়েক হাজার ফিলিস্তিনি তরুণ বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

আরও : মালিতে জঙ্গি হামলায় নিহত ২০

১৯৪৮ সালে শরণার্থী হওয়া লাখ লাখ মানুষকে ইসরায়েলের দখলে থাকা এলাকায় ফিরতে বাধা দেয়ার প্রতিবাদে এ বিক্ষোভের ডাক দেয়া হয়েছে। বিক্ষোভের শুরুর দিন হিসেবে বেছে নেওয়া হয় ৩০ মার্চকে; ১৯৭৬ সালের এই দিনে নিজেদের বসতবাড়ি দখলের প্রতিবাদ জানাতে গিয়ে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর হাতে ছয় বিক্ষোভকারী নিহত হয়েছিলেন। সূত্র: মিডল ইস্ট মনিটর

 

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

মালিতে জঙ্গি হামলায় নিহত ২০

৪৮ ভাগ আমেরিকান ইরান বিরোধী পদক্ষেপ সমর্থন করে না : ফক্স জরিপ

ইতালির প্রেসিডেন্টকে অভিসংশনের ডাক

বাস্তবের ‘স্পাইডারম্যান’ পেলেন ফ্রান্সের নাগরিকত্ব

খালেদা জিয়ার মুক্তিতে আন্দোলনের কোনো বিকল্প নেই : ফখরুল

ফিলিস্তিনিদের রুখতে সমুদ্রেও ইসরায়েলের কাঁটাতার