মুনমুনকে মেরে রক্তাক্ত করলেন সনি!
বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা মুনমুনকে মেরে রক্তাক্ত করলেন নবাগত চিত্রনায়ক সনি রহমান। মুনমুন বাঁচার জন্য চিৎকার করছেন। এদিকে সনি রহমান তার কোনো কথাই শুনছেন না। কারণ প্রতিশোধের আগুন জ্বলছে সনির বুকে।
তবে বাস্তব জীবনে এমনটি ঘটেনি। লাইট, ক্যামেরা, অ্যাকশনের মাধ্যমে রূপালি পর্দায় মুনমুন ও সনি রহমানকে এমনভাবেই দেখা যাবে ‘তোলপাড়’ সিনেমার একটি দৃশ্যে।
আরও : মালিতে জঙ্গি হামলায় নিহত ২০
বিএফডিসির ৯ নম্বর ফ্লোরে সম্প্রতি এই সিনেমার শেষ ক্লাইমেক্স-এর কাজ শেষ হয়েছে। এ সময় মুনমুন ও সনি রহমান ছাড়াও শেষ দৃশ্যে অভিনয় করেছেন মারুফ আকিব, চিত্রনায়িকা মৌমিতা মৌ,চিকন আলী, শিশুশিল্পী অরিত্রা,ইমরান হাসু,রুমিও,বুসলিসহ আরও অনেকে।
মিজানুর রহমান মিজানের পরিচালনায় এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরেছেন এক সময়ের আলোচিত চিত্রনায়িকা মুনমুন। এই সিনেমায় মুনমুনকে খলচরিত্রে দেখা যাবে।