প্রধানমন্ত্রী শান্তিনিকেতনে আনন্দ ভ্রমণ করছেন: রিজভী
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এক প্রতিক্রিয়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা শান্তিনিকেতনে আনন্দ ভ্রমণ করছেন। তার এ সফরে কোনও ধরনের এজেন্ডা নেই। সেখানে গিয়ে তিনি খোশগল্প ও রমজান মাসে সংগীত উপভোগ করছেন।
আরও : মালিতে জঙ্গি হামলায় নিহত ২০
রিজভী বলেন, বুঝতাম যদি তিনি তিস্তার এক বালতি নয়, এক বাটি পানিও আনতে পেরেছেন। কিন্তু ওই দেশের প্রতি প্রধানমন্ত্রীর এতই অনুরাগ তাদেরকে তিনি সবই দিয়ে যাবেন। কোন কৃতজ্ঞতার কারণে তা দিয়ে যাবেন জনগণ জানে। কিন্তু তাদের কাছ থেকে প্রধানমন্ত্রী এক ফোঁটা পানিও আনতে পারবেন না। ওনার এবার ভারত সফরে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ও ছিলো না। ডি লিট ডিগ্রি প্রাপ্তি নিয়ে কোনো মন্তব্য করতে চান না বলে জানান রিজভী।