প্রধানমন্ত্রী কেন বারবার ভারত যাচ্ছেন, প্রশ্ন মোশাররফের
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরে ভারতের কাছ থেকে বাংলাদেশের কোনো স্বার্থই উদ্ধার হচ্ছে না। তবে বারবার কেন প্রধানমন্ত্রী ভারতে যাচ্ছেন? জনগণের মধ্যে নানা গুঞ্জন আছে।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ একথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ছাত্রদলের সভাপতি রাজীব আহসানের মুক্তির দাবিতে আয়োজিত সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় দল।
মোশাররফ হোসেন বলেন, ‘আমরা প্রত্যেকবারই প্রত্যাশা করেছি, এ দেশের মানুষের মরা-বাঁচার সম্পর্ক হচ্ছে পানি, সেই তিস্তা নদীর পানি সমস্যার সমাধান হবে। এতবার প্রধানমন্ত্রী ভারতে গেলেন, তিস্তা চুক্তির বিষয়টি আলোচ্যসূচিতে পর্যন্ত আনতে পারেননি।’
আরও : মালিতে জঙ্গি হামলায় নিহত ২০
বর্তমান সরকার জনগণের সরকার নয় উল্লেখ করে মোশাররফ বলেন, ‘সেই কারণেই তারা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছে না। আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠা করেই এ দেশে তিস্তার পানি চুক্তি হবে। ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ, তাদের সঙ্গে যত সমস্যা আছে জনগণের সরকারই সেই সমস্যার সমাধান করতে পারবে।’
‘সংসদেই মাদকের গডফাদার আছে’ প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মুহাম্মদ এরশাদের এ বক্তব্যের কথা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অথচ যারা ছোট-খাটো ক্যারিয়ার তাদেরকে বিনা বিচারে হত্যা করে বাহাদুরী দেখানো হচ্ছে। মূল থেকে মাদকের সরবারহ বন্ধ না করা গেলে মাদক বিরোধী অভিযান সফল হবে না।’
খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান আন্দোলন সম্পর্কে মোশাররফ বলেন, ‘গণতন্ত্র, খালেদা জিয়া ও নির্বাচন একই সূত্রে গাঁথা। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এ জন্য আমাদের আন্দোলন করতে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।’
বাংলাদেশ জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, যুবদলের নুরুল ইসলাম নয়ন ও ছাত্রদলের আকরামুল হাসান।