আফগানদের নিয়ে কোনো দুশ্চিন্তা নেই ওয়ালশের
স্পোর্টস ডেস্ক : এটা যদি ওয়ানডে ফরম্যাট হতো, তবে বাংলাদেশের সম্ভবত এতটা চিন্তা করতে হতো না। কারণ ওয়ানডেতে বাংলাদেশ কাগজের হিসাবে আর মাঠের লড়াইয়ে অনেক শক্তিশালী। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তানের চেয়ে র্যাংকিয়ে পিছিয়ে আছে টাইগাররা। তার ওপর রশিদ খান আর মুজিব-উর-রহমান নামে দুই ঘূর্ণি জাদুকর আছে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা দলটির। এসব নিয়ে ক্রিকেটাররা ভাবলেও মোটেও দুশ্চিন্তা করছেন না ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশ।
ক্যারিবিয়ান কিংবদন্তি বলেছেন, ‘ওদের দারুণ কিছু ক্রিকেটার আছে। তবে আমাদের মনোযোগ নিজেদের শক্তি ও দুর্বলতায়। আমরা এমন পরিকল্পনা নিয়ে নমব যেটি আমাদের সঙ্গে মানিয়ে যায়। ওদের নিয়ে দুর্ভাবনায় কাতর হব না আমরা। আমরা যদি নিজেদের সেরাটা খেলতে পারি, সুযোগ থাকবে আমাদেরই।’
আরও : মালিতে জঙ্গি হামলায় নিহত ২০
আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ চূড়ান্ত হওয়ার পর থেকেই বারবার ঘুরেফিরে আসছে রশিদ খান ও মুজিব-উর-রেহমানকে সামলানোর প্রসঙ্গ। শুধু বিপজ্জনক এই দুই স্পিনারই নন, আফগানদের পেস আক্রমণও যথেষ্ট সমৃদ্ধ। কিন্তু অপরেরটা না ভেবে নিজেদের খেলায় মনযোগী হওয়াই ওয়ালশের একমাত্র মঞ্চ।
টাইগারদের ভারপ্রাপ্ত প্রধান কোচ বললেন, ‘আমাদের ভালো ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করতে হবে। ছেলেদের নিজেদের সেরাটা খেলতে হবে। যতটা সম্ভব ধারাবাহিকতা দেখাতে হবে আমদের।’