মঙ্গলবার, ২৯শে মে, ২০১৮ ইং ১৫ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

তিস্তা চুক্তি যেকোনো সময় হতে পারে: সেতুমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : তিস্তার পানিবণ্টন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, এবারের আলোচ্যসূচিতে এসব না থাকলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও আলোচনা হয়েছে। আমার বিশ্বাস তিস্তা চুক্তি যেকোনো সময় হতে পারে।

আজ শনিবার দুপুরে সাভারের আশুলিয়ায় সড়কের উন্নয়ন কাজের পরিদর্শনে গিয়ে সাংবদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও : মালিতে জঙ্গি হামলায় নিহত ২০

সেতুমন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গতকালের এক বক্তব্যের সমালোচনা করে বলেন, বিএনপি ভারতে গিয়ে লাল কার্পেট রিসিপশন নেয়, আর বাংলাদেশে ফিরে এসে বিমানবন্দরে সাংবাদিকদের বলে গঙ্গার পানি চুক্তি নিয়ে কথা বলতে তো ভুলেই গিয়েছিলো। কিন্তু আমরা ভুলে যাইনি।

দেশে চলমান মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে তিনি বলেন, সরকার সারাদেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। তাই মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করেছে র‌্যাব ও পুলিশ। কিন্তু রাজনৈতিক মতলবে একটি মহল এই অভিযানে খুশি না। তারা এর সমালোচনা করছে।

তিনি বলেন, ঈদকে সামনে রেখে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে মাহিন্দ্র চলাচলে কেউ যদি চাঁদা তোলে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদকে সামনে রেখে ঢাকা-আরিচা মহাসড়ক সহ বিভিন্ন সড়কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ রাসেল হাসান, সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

৬০০ কোটির টাকার পণ্য বিদেশে, আসেনি এক পয়সাও!

‘শেখ মুজিবের বাংলায় কোন ‘রাজাকার’ ঠাঁই পেতে পারে না’

দেশ ছাড়ছে মাদক সম্রাটরা, ছিঁচকেরা যাচ্ছে তাবলীগে

ফিলিস্তিনিদের রুখতে সমুদ্রেও ইসরায়েলের কাঁটাতার

লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করলে ২ বছর জেল

ষড়যন্ত্র করেই আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে: ফখরুল