আইফোনকে অর্ধ-বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে স্যামসাং
মার্কিন ফেডারেল আদালতে একটি আইনি লড়াইয়ে হেরে যাবার পর কোরিয়ান টেক জায়ান্ট স্যামস্যাংকে অর্ধ-বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবার নির্দেশ দেয়া হয়েছে। আইফোনের দায়ের করা এই নকশা স্বত্বাধিকার লঙ্ঘনের মামলায় স্যামসাংকে ৫৩৯ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবার নির্দেশ দিয়েছে মার্কিন আদালত। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান জোসের ফেডারেল আদালত এই নির্দেশ দেন।
আরও : মালিতে জঙ্গি হামলায় নিহত ২০
এর আগে আইফোন তাদের ডিভাইস ডিজাইন ফিচারের বিশেষ অনুকরণের দায়ে আদালতে স্যামসাং এর বিরুদ্ধে এই মামলা দায়ের করে। মামলার অভিযোগপত্রে বলা হয়েছিলো, স্যামসাং আইফোনের চিহ্নিত বিশেষ ফিচারগুলিকে অনুকরণ করে ভোক্তাদের আকৃষ্ট করছে এবং এর মাধ্যমে বাজার প্রতিযোগিতা ও মেধাস্বত্বের শর্তের স্পষ্ট লঙ্ঘন হয়েছে। এই মামলায় আইফোন ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ আদায় করতে চেয়েছিলো কিন্তু পক্ষান্তরে স্যামসাং ২৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবার প্রস্তাব দেয়। দীর্ঘ ৭ বছর ধরে চলা মামলাটির এই রায়ে আইফোনের আইনি বিজয় অর্জিত হলো। – ডয়েচে ভেলে